X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট পার্কে মা বিদিশাকে রাখতে এরিকের জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৯:০৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:১৭

মায়ের সঙ্গে এরিক এরশাদ (ছবি: সংগৃহীত) প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ তার মা বিদিশাকে বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে নিতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে তিনি এই জিডি করেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এরিক এরশাদ তার মা বিদিশা এরশাদকে নিয়ে প্রেসিডেন্ট পার্কে থাকতে চান। তিনি অভিযোগ করেছেন, মা কাছে না থাকায় তার সেবা হচ্ছে না। তিনি প্রতিবন্ধী, তাই সঙ্গে মাকে রাখতে চান।’

জিডিতে এরিক বলেছেন, ‘আমি প্রাপ্তবয়স্ক একজন মানুষ। বাবার মৃত্যুর পর আমি নিঃসঙ্গ হয়ে পড়ি। এরপর থেকে মা বিদিশা আমার সঙ্গেই আছেন। কিন্তু জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও বাবার ছোট ভাই জিএম কাদের এবং তার অনুগতরা বিভিন্নভাবে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। এ কারণে গত ১৪ নভেম্বর আমি মাকে প্রেসিডেন্ট পার্কে নিয়ে আসি। আমি যাতে মাকে নিয়ে নিরাপদে থাকতে পারি, সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানাচ্ছি।’
বিদিশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরিক একজন প্রতিবন্ধী। তাকে দেখাশোনার প্রয়োজন। বাবার মৃত্যুর পর সে একা হয়ে যায়। তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। গাড়িচালক মারধর করেছে। এটা হতে পারে না! আমি ও আমার ছেলে বাড়ি থেকে বেরও হতে পারছি না। এরিকের ধারণা, বাড়ি থেকে বের হলে আর ঢুকতে দেবে না।’
তিনি আরও বলেন, ‘বাড়ির সামনে পুলিশ রাখা হয়েছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’ তবে আজ (সোমবার) থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি। বিদিশা বলেন, ‘এদিন গণমাধ্যমকর্মীদের ভেতরে আসতে দেওয়া হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে আক্রমণ করা হচ্ছে। নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে।’
এ বিষয়ে জি এম কাদেরের বক্তব্য জানতে চেয়ে তার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক এরশাদ গত ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরশাদ দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী রওশন এরশাদ। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন বিদিশাকে। পরে তাদের বিচ্ছেদ হয়। বিদিশা ও এরশাদের একমাত্র ছেলে এরিক।
নিজের আত্মজীবনীতে এরশাদ জানিয়েছেন, এরিক ছাড়াও জেবিন, সাদ ও আলম নামে তার আরও তিন সন্তান রয়েছে।

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?