X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘পরিসংখ্যান অনুযায়ী আরও ৩ মাসের পেঁয়াজ মজুত থাকার কথা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ২১:৩৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:৪৪

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক মেহেদী রাজীব পেঁয়াজের বর্তমান সংকটের বিষয়টি পরিসংখ্যানে মিলছে না বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক মেহেদী রাজীব। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে পেঁয়াজের এই সংকট গাণিতিকভাবে আমরা ব্যাখ্যা করতে পারছি না। কারণ ২০১৯ সালের পরিসংখ্যান বলছে, উৎপাদন ২৩ লাখ ৭৬ হাজার মেট্রিক টন। উৎপাদন ও আমদানিসহ আমরা যদি পরিসংখ্যানে যাই, তাহলে আমাদের আরও তিন মাসের পেঁয়াজ মজুত থাকার কথা।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘পেঁয়াজের এত ঝাঁজ?’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

তিনি আরও বলেন, ‘আমাদের চাহিদা অনুযায়ী যদি ওয়েস্টেজ হিসাব করি, তাহলেও আসলে এই হিসাব মেলানো যাচ্ছে না। এখন আমরা যদি কেওস থিওরিতে যাই, তাহলে হয়তো ব্যাখ্যা করা যায়। তবে, এই কেওস থিওরি শুধু পেঁয়াজের ক্ষেত্রে ঘটে যাবে ব্যাপারটা তা নয়। এটার আরও প্রভাব পড়বে অন্য পণ্যের ওপরে। এই যে প্রভাব, এটা খুবই বিচ্ছিন্ন। “ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা” এই ছোট্ট একটি তথ্যের ভিত্তিতে আকস্মিকভাবে আমাদের পেঁয়াজ কি সব নাই হয়ে গেল? এটা আসলে হিসাবে মিলছে না। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে, আমরা ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারছি না। আমি জানি না আমাদের নীতি নির্ধারকরা কীভাবে চিন্তা করছেন। এটি একটি অংকের হিসাব। আমরা কোনওভাবেই চিন্তা করছি না যে এক মাস কিংবা দু মাস পরে কী হতে যাচ্ছে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– রাজধানীর শ্যামবাজারের আড়তদার মো. শামসুর রহমান, কাওরানবাজার আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক এবং বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় এ বৈঠকি অনুষ্ঠিত হয়েছে।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে