X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘জীবনকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়াটাও বিশ্ববিদ্যালয়ের কাজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ২০:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২০:০৬

মো. সাজ্জাদ হোসেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, ‘বর্তমান বিশ্বে জীবনকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়াটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ। জীবনকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে হলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তাদের দক্ষতাকে ক্ষমতায়ণ করতে হবে।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘উচ্চশিক্ষার মান ও অ্যাকটিভ লার্নিং’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

হাতেকলমে অভিজ্ঞতালব্ধ জ্ঞান চর্চা প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যাকটিভ লার্নিংয়ের পুরোধা আমরাই ছিলাম। নালন্দা যা অনেক আগে থেকেই করে আসছে, ইউরোপ ও উন্নত বিশ্ব অ্যাকটিভ লার্নিং হিসেবে তা নিয়ে গেছে। হাতেকলমে কাজ করার মধ্য দিয়ে অ্যাকটিভ লার্নিংয়ের যে প্রক্রিয়া সেখানে লার্নারের ক্ষমতায়ণ করতে হবে। শিক্ষা একটি শিক্ষণীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে। যেকোনও বিভাগের শিক্ষার্থীরা তাদের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কাজটি বাস্তবে করেই শিখবেন।’

তিনি বলেন, ‘আমাদের আগের শেখার সিস্টেমটি ভুল ছিল। আমাদের মানসিকতা ফল বা সার্টিফিকেট কেন্দ্রিক হয়ে গেছে। এগুলোই এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। কীভাবে শিখে একজন লার্নার এমপাওয়ার্ড হবে সেটা কিন্তু অ্যাকটিভ লার্নিংয়ে আছে। সে জায়গায় আমাদের যেতে হবে, যেটাকে আমরা বলছি ওবিএ, আউটকাম বেজড এডুকেশন।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য প্রফেসর এইচএম জহিরুল হক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য আব্দুর রব এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।         

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল