X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান আইইডিসিআরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১

করোনা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান আইইডিসিআরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমেও নজরদারি করা হচ্ছে যেন কোনও জায়গা থেকে কোভিড-১৯ নিয়ে গুজব না ছড়াতে পারে এবং বিভ্রান্তিতে পড়ে ভুল পদক্ষেপ যেন না নেওয়া হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
রিউমার ভেরিফিকেশনের জন্যও কাজ করা হচ্ছে জানিয়ে অধ্যাপক ডা. মীরজাদী বলেন, অথেনটিক তথ্য রয়েছে আমাদের কাছে। কোনও তথ্য প্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের অনুরোধ করেন তিনি।
ডা. মীরজাদী বলেন, আমরা আপনাদের সর্বশেষ তথ্য দেবো, একই সঙ্গে করণীয় কী হবে সে সর্ম্পকেও পরামর্শ দিতে পারি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত বিশ্বে নিশ্চিত রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৩২ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হয়েছেন ১ হাজার ৯০১ জন। এই ৭৩ হাজার ৩৩২ জনের মধ্যে কেবল চীনেই আক্রান্ত ৭২ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় এ তালিকাতে যোগ হয়েছেন ১ হাজার ৮৯১ জন।
তিনি বলেন, এখন পর্যন্ত কোভিড-১৯-এ মারা গেছেন ১ হাজার ৮৭৯ জন আর গত ২৪ ঘণ্টায় ৯৮ জন মারা গেছেন। চীনের বাইরে আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৪, এর সঙ্গে গত ২৪ ঘণ্টায় যোগ হয়েছেন ১০ জন। আর নতুন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাতে কোনও দেশ যোগ হয়নি। চীনের বাইরে মৃত্যুর সংখ্যা ৩।
মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় আমাদের দেশেও আতঙ্ক রয়েছে মন্তব্য করে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চীনের ভেতরে ৯৮টি মৃত্যুর মধ্যে ৯৩টিই হুবেইয়ে। এই হুবেই ছাড়া বিশ্বে, এমনকী চীনেও কিন্তু আতঙ্ক খুব বেশি নয়। সুতরাং, যারা চীনের বাইরে আছি তাদের অতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে তারপরও যেহেতু ঝুঁকি রয়েছে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।
ডা. মীরজাদী জানান, সিঙ্গাপুরে নিশ্চিত রোগী ৭৭ জন বলে জানিয়েছে ডব্লিউএইচও, যদিও সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস বলেছে এ সংখ্যা ৮১। এই ৮১ জনের মধ্যে পাঁচজনের অবস্থা ক্রিটিক্যাল। তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন, এদের মধ্যে একজন বাংলাদেশি। তার আগের থেকে হাঁপানি ছিল, চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে গেলে তার কোভিড-১৯ শনাক্ত হয়। অন্যরা কোয়ারেন্টাইনে সুস্থ আছেন।
আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় দুজনসহ মোট ৭৪টি নমুনা পরীক্ষায় কারও শরীরেই কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া যায়নি। সে অনুযায়ী এখন পর্যন্ত আমাদের দেশে কোভিড-১৯ পাওয়া যায়নি। হটলাইনে আসা ৮৪টি কলের মধ্যে ৫৬টি কল কোভিড-১৯ নিয়ে বলে জানান তিনি।
তিনি বলেন, সারাবিশ্বের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ক্রিটিক্যাল নয়, ব্যতিক্রম কেবল চীন। তবে সেখানেও খারাপ পরিস্থিতির বেশিটা হুবেই প্রদেশে এবং হুবেইকে কিন্তু চীনের মধ্যেই আলাদা করে রাখা হয়েছে। সুতরাং সেদিক থেকেও আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
প্রস্তুতি এবং আত্মবিশ্বাস রয়েছে জানিয়ে ডা. মীরজাদী বলেন, যদি রোগী পাওয়া যায়, তাহলে তাকে দ্রুত শনাক্ত করে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে, যেন তার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।

/জেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
১০ মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে