X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

করোনার মধ্যেও শত শত মানুষের ভিড় যেখানে (ছবি ও ভিডিও)

নাসিরুল ইসলাম
১৬ এপ্রিল ২০২০, ০৯:২৫আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১০:৪২

করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার রাজধানীর সবচেয়ে বড় কাঁচাবাজার হলো কাওরানবাজার। সারাদেশ থেকে বিভিন্ন পণ্য নিয়ে এখানে আসেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় সেখানে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

গা ঘেঁষে দাঁড়িয়ে, গাদাগাদি অবস্থায় হাঁটাচলা করে, বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে এসে কেনাবেচায় ব্যস্ত শত শত মানুষ। সামাজিক দূরত্ব মেনে চলার মতো যে কোনও বিষয় আছে, তা সেখানে গেলে বোঝার উপায় নেই।  

দূরত্ব বজায় রেখে কাঁচামাল নিয়ে আসা একটি ট্রাকের ছাদে ওঠার পর পুরো এলাকার চিত্র টেলি লেন্সে ধরা পড়ে। করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

লা ভিঞ্চি হোটেলের গলি থেকে শুরু করে কাওরানবাজার সিটি করপোরেশন মার্কেট, ইত্তেফাক পত্রিকা অফিস থেকে প্রথম আলোর অফিস পর্যন্ত এবং মাছের পাইকারি বাজারেও একই চিত্র চোখে পড়ে। করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

সেখানে কোনও ধরনের সচেতনতামূলক ব্যানার দেখা যায়নি। এমনকি সরকারি-বেসরকারি কোনও লোকও দেখা যায়নি, যারা ক্রেতা-বিক্রেতাদের দূরত্ব মেনে কাজ করতে সচেতন করবেন। করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

ট্রাকের ছাদ থেকে নামার সময় আবদুর রশিদ মিয়া নামে একজন বিক্রেতার কাছে সামাজিক দূরত্বের বিষয়ে জানতে চাইলে তিনি প্রসঙ্গটি হেসে উড়িয়ে দেন। বলেন, তাদের কিছু হবে না। করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

তিনি বলেন, ‘পাইকাররা না আসলে এই শহরের মানুষজন কী খাবে?’ করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

মাছের পাইকারি বাজারেও একই চিত্র। মানু মিয়া নামে এক বিক্রেতার কাছে বাজারের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘মাছ বাজারের অবস্থা খুবই খারাপ, আগের চেয়ে মাছের দাম কম। আগে যে রুই মাছ পাইকারি বিক্রি করেছি ২৮০ থেকে ৩০০ বা ৩২০ টাকা কেজি দরে, এখন তা বিক্রি করছি ২২০- ২৫০ টাকা করে কেজি।’ করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

ঢাকার সব হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় তাদের এ অবস্থা বলে জানান তিনি। করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে রাজধানীর বিভিন্ন এলাকাসহ বিভিন্ন জেলায় চলছে লকডাউন। করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য বিভাগ মানুষকে ঘরে থাকার জন্য উৎসাহিত করছে। করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

বুধবার পর্যন্ত হিসাবে এই ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা ৫০ জন। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ২৩১ জন।

করোনা পরিস্থিতির মধ্যে কাওরান বাজার

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?