X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শিক্ষাব্যবস্থা জাতীয়করণে বাজেটে বরাদ্দ দাবি বেসরকারি শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ২১:১২আপডেট : ০৫ জুন ২০২০, ২১:১৭

বাংলাদেশ শিক্ষক সমিতি

আসন্ন বাজেট অধিবেশনে নন-এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানিয়ে সংসদ সদস্যদের চিঠি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। শুক্রবার (৫ জুন) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপত্র মো. নজরুল ইসলাম রনি বলেন, ‘আসন্ন বাজেটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জন্য প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে এই চিঠি দেওয়া হয়েছে। আসন্ন বাজেট অধিবেশনে প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কয়েকজন সংসদ সদস্যকে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি। পর্যায়ক্রমে আরও সংসদ সদস্যকে আমরা চিঠি দেবো।’

শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স চিঠি পৌঁছে দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবির পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈষম্য দূর করার দাবি জানানো হয়। বলা হয়, জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস, বাড়িভাড়া, চিকিৎসাভাতার বৈষম্য দূর করতে হবে।  ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে শতভাগ ঈদ বোনাস, এমপিওভুক্ত শিক্ষকদের একহাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতার পরিবর্তে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিতে হবে। এছাড়া শিক্ষকদের সারাজীবনের একটি মাত্র টাইমস্কেল বন্ধ রাখা হয়েছে, তা দ্রুত দিতে হবে।

প্রসঙ্গত, আগামী ১০ জুন বাজেট অধিবেশন শুরুর কথা রয়েছে।

 

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই