X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ওদের টার্গেট বিকাশ এজেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৪

ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রী রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার এক বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম। বিকাশ এজেন্টদের টার্গেট করে চক্রটি ছিনতাই করে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানাধীন বৌ-বাজার মোড়ে ছিনতাইয়ের শিকার হন একজন বিকাশ এজেন্ট। তাকে কুপিয়ে আট লাখ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে প্রাইভেটকার যোগে পালিয়ে যায় চক্রটি। আশেপাশের লোকজন আহত বিকাশ এজেন্টকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়।

এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘তেজগাঁও বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে চক্রটিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র,  লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ বিকাশের টাকা উদ্ধার করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।’

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. শাহীন শেখ, মো. সোহেল হোসেন, মো. মুন্না ও মো. হায়দার। তাদের কাছ থেকে ভিকটিমের দুটি মোবাইল ফোন ও একটি ট্যাব এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুটি ছুরি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বিকাশের টাকা ছিনতাই চক্রের মূল হোতা শাহীন। সে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দোকান বা ব্যক্তি টার্গেট করে। পরবর্তী সময়ে এক-দুই জন প্রথমে ওই এলাকা রেকি করে। তারপর টার্গেট করা ব্যক্তি যখন দোকান বন্ধ করবে বা একা হবে বা বাসায় ফিরবে তখন তাকে গতিরোধ করে ধারালো চাপাতি, ছুরি দিয়ে কুপিয়ে ডাকাতি করে আশেপাশে রাখা প্রাইভেটকার যোগে ঘটনাস্থল ত্যাগ করে।

চক্রটি ইতোপূর্বে রাজধানীর বছিলা, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, আশুলিয়া বেড়িবাঁধ, নারায়নগঞ্জের চিটাগাং রোডে একাধিক ছিনতায়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

/এআরআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু