X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনা চিকিৎসায় ই-মেন্টরিং প্ল্যাটফর্মের উদ্বোধন মার্কিন রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ২৩:১০আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২৩:১৪

করোনা চিকিৎসায় ই-মেন্টরিং প্ল্যাটফর্মের উদ্বোধন মার্কিন রাষ্ট্রদূতের কোভিড-১৯ আক্রান্তের ব্যবস্থাপনায় বাংলাদেশি ডাক্তারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা ও তাদের সঙ্গে অভিজ্ঞতা আদান-প্রদানের জন্য ই-মেন্টরিং কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ভারপ্রাপ্ত মিশন ডিরেক্টর জন এ লেলো এই কার্যক্রমের উদ্বোধন করেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ ভাইরাসের নজিরবিহীন সংক্রমণ ক্ষমতার কারণে সৃষ্ট মহামারি পরিস্থিতিতে কোভিড-১৯ হাসপাতাল বা অন্যান্য সাধারণ হাসপাতালের স্বাস্থ্য সেবাদানকারীদের জন্য সশরীর উপস্থিতিতে প্রদত্ত বিদ্যমান সকল ধরনের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ কার্যক্রমে পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি। অন্যদিকে পরামর্শ গ্রহীতা হাসপাতাল হিসাবে প্রায় ৪০টি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন হাসপাতালকে নির্বাচন করা হয়েছে। পরামর্শ গ্রহীতা হাসপাতালগুলোর প্রায় ১ হাজার ডাক্তার পরামর্শদাতা হাসপাতালের মেডিসিন বিষয়ের জাতীয় অধ্যাপকদের কাছে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের তথ্য ও চিকিৎসা ফলাফল তুলে ধরবেন এবং জ্ঞান আদান-প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাছ থেকে শিখবেন।এর বাইরে আরও ৩,০০০ ডাক্তার এসব পারস্পরিক কথোপকথন মূলক শিক্ষা অধিবেশনে সংযুক্ত হওয়ার মাধ্যমে পরোক্ষভাবে উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার বলেন,বাংলাদেশের স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোতে কোভিড-১৯ আক্রান্তের ব্যবস্থাপনায় স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা জোরদারকরণে যুক্তরাষ্ট্র এই উদ্ভাবনী ই-মেন্টরিং কার্যক্রমে অংশ নিয়েছে বলে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, এর সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশের ডাক্তাররা আরও কার্যকর ভাবে কোভিড-১৯ আক্রান্তদের ব্যবস্থাপনা এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।

 

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?