X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বার্মিজ জাতীয়তাবাদের নেতিবাচক প্রভাবই রোহিঙ্গা সংকটের কারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১৯:১১আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৯:১৪

বার্মিজ জাতীয়তাবাদের নেতিবাচক প্রভাবই রোহিঙ্গা সংকটের কারণ সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, বার্মিজ জাতীয়তাবাদের নেতিবাচক প্রভাবই রোহিঙ্গা সংকটের অন্যতম কারণ। ১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইনের কারণেই রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) অনলাইনে আয়োজিত মানবাধিকার সম্মেলনে শনিবার (২৪ অক্টোবর) তিনি এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশ কোনও পক্ষ নয়। এখানে পক্ষ-বিপক্ষ হলো মিয়ানমার সরকার ও রোহিঙ্গারা। তাই রোহিঙ্গাদের কণ্ঠকে সামনে রেখে কূটনৈতিক সমাধানের পথ তৈরি করতে হবে। এক্ষেত্রে যেন বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
সংগঠনটির উপদেষ্টা মো. নূর খান বলেন, সম্প্রতি রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মধ্যে সংঘাতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এটি যাতে বন্ধ হয় সেদিকে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে ভাসানচর কোন সমাধান হতে পারে না। রোহিঙ্গাদের যতটা সম্ভব সীমান্তের কাছাকাছি রাখা উচিৎ। যাতে নিজেদের ভূখণ্ড দেখে তাদের মধ্যে জাতীয়তাবোধ বৃদ্ধি পায়।
সম্মেলনের অপর সেশনে ‘লিঙ্গভিত্তিক সহিংসতার কারণ ও তা বন্ধের উপায়’ শিরোনামে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জেবউননেছা। তিনি বলেন, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান, নারী অধিকার আইন, সংবিধানে নারীর সমান অধিকার ও মহিলা পরিষদসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন কাজ করলেও নারীরা এর সুফল ভোগ করতে পারছে না। এর জন্য আমাদের প্রত্যেকের নারীর প্রতি সম্মান প্রদর্শন ও ব্যক্তি সচেতনতার ওপর গুরুত্ব বাড়াতে হবে। আমাদের এ বিষয়টি মাথায় রাখতে হবে যে, নারীরাও মানুষ এবং তারা সমাজের সমান অংশীদার।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের মহাপরিচালক আবুল হাসিব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাদা আল আমিন কবির ও প্রধান নির্বাহী ইজাজুল ইসলাম ও মানবাধিকার কর্মী আসিফ মুনীর।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ