X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘টিআইবির প্রতিবেদন স্বাস্থ্য অধিদফতরকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ০৪:২৫আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১১:২১

স্বাস্থ্য অধিদফতর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর করা ‘করোনাভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ-দ্বিতীয় পর্ব’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে অতি অল্প সময়ে দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলেও দাবি এই অধিদফতরের।

বুধবার (২৫ নভেম্বর) ‘কোভিড-১৯ এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভা’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস-ম্যানেজমেন্টমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. হাবিবুর রহমান এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ডা. হাবিবুর রহমান বলেন, টিআইবির ৪০ পৃষ্ঠার প্রতিবেদনে যেসব কমেন্ট রয়েছে সেগুলোর বেশিরভাগই স্বাস্থ্য অধিদফতরের বিরুদ্ধে যায় বা নেগেটিভ কমেন্ট। তেমন কোনও পজিটিভ কমেন্ট আমরা দেখিনি। কিন্তু জবাব দিতে পারবো না এমন কোনও কাজ আমরা করি না।

তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কি কোনও ভালো কাজ করিনি? পুরোটাই নেগেটিভ কাজ করেছি? ৪০ পৃষ্ঠার প্রতিবেদন দেখলে বোঝা যায় স্বাস্থ্য অধিদফতর কোনও কাজ করেনি, কেবল নেগেটিভ আচরণ করে গেছে। প্রতিটা পৃষ্ঠার জবাব আমাদের কাছে আছে, কিন্তু আমরা সেখানে যাবো না।

তিনি বলেন, আমরা করোনা মোকাবিলার জন্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি শুরু থেকে। রোগী শনাক্ত হওয়ার আগে থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে। শনাক্ত হবার পর পরীক্ষাগার বাড়ানো, হাসপাতালগুলোকে ডেডিকেটেড করা, শয্যা সংখ্যা, আইসিইউ বাড়ানো-সবি করা হয়েছে।

‘শুরুর দিকে কেনাকাটায় হয়তো বা সমস্যা ছিল, কিন্তু ধীরে ধীরে সে অবস্থার উন্নতি হয়েছে। তাতে করে অল্প সময়েই করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং আক্রান্তের হার ক্রমান্বয়ে কমে আসছিল। তবে গত কয়েক দিনে একটু বেড়েছে। এটা দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কিনা এখনও নিশ্চিত নই।

বিশ্বের যে কয়েকটি দেশে করোনায় মৃত্যুহার কম, তার মধ্যে বাংলাদেশ একটি। সুতরাং, মৃত্যুহার, সংক্রমণ একটা মিনিমাম লেভেলে সীমিত রাখা এগুলোকে সফলতা বলেই মনে করি। কিন্তু টিআইবির প্রতিবেদনে সেটা মনে হয় না। আমাদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তাদের প্রতিবেদন।

ডা. হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদফতর সব কাজ করেছে সংক্রমণ, রোগ নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মুল আইন (২০১৮) অনুসরণ করে। দুযোর্গ ব্যবস্থাপনা আইনও ফলো করা হয়েছে।

 

/জেএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু