X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘ধর্মের নামে অরাজকতা করলে রাজপথে জবাব দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ২১:৩২আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২১:৩৪

 

‘ধর্মের নামে অরাজকতা করলে রাজপথে জবাব দেওয়া হবে’

মদিনা সনদের নামে অরাজকতা সৃষ্টি করলে রাজপথে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি ।

সাঈদ খোকন বলেন, ‘সম্প্রতি কিছু আলেম মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলছেন। অথচ পবিত্র কোরআন এবং হাদিসে এই সনদ অনুযায়ী দেশ পরিচালনার বিষয়ে কিছু বলা নেই। তাই বাংলাদেশ নিজ সংবিধান অনুযায়ী চলবে। তারপরও আলেমদের কোনও বক্তব্য থাকলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারেন।’

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। সাঈদ খোকন  প্রয়াত মেয়র হানিফের ছেলে।

সাঈদ খোকন বলেন, ‘সাম্প্রতিক সময়ে উগ্র সাম্প্রদায়িক শক্তির আনাগোনা বেড়েছে। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। তারা ইসলামের নামে ধর্ম ব্যবসা শুরু করেছে। কিন্তু এই করোনা মহামারিতে সরকার কীভাবে দেশের অর্থনীতি চাঙা রেখেছে, তা নিয়ে তাদের চিন্তা নেই।’ তিনি বলেন, ‘ধর্মপ্রাণ এবং ধর্মভীরু মুসলমান ছিলেন মোহাম্মদ হানিফ। ধর্মের প্রতি অনুরাগ তার চরিত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য। সঙ্গে সঙ্গে তিনি উগ্র সাম্প্রদায়িকতাবিরোধী মনোভাব পোষণ করতেন এবং অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্ছার ছিলেন। আমি তার আদর্শে বড় হয়েছি। তাই ধর্মের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনমত গঠনের মধ্য দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

ডিএসসিসির সাবেক এই মেয়র বলেন, ‘ঢাকাবাসীর প্রিয় নেতা এবং ঢাকার প্রথম নির্বাচিত সফল মেয়র ছিলেন আমার বাবা। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ ২৫ বছর নেতৃত্ব দিয়েছেন। তার বর্ণাঢ্য  রাজনৈতিক জীবন শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহকারী হিসেবে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এই শহরের মানুষের জন্য করে গেছেন। জনতার মঞ্চ গঠনসহ তার স্বৈরাচারবিরোধী আন্দোলন এই শহরের মানুষ আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতি চিহ্ন আজও নগরবাসীর হৃদয়ে নাড়া দেয়।’

স্মরণ সভায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়ক ও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রবীণ নেতা ওমর আলী সভাপতিত্ব করেন। এ সময় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর কামাল চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সামসুদ্দিন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

 

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ