X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আলোচনায় পলকের ঈদের পোশাক

চৌধুরী আকবর হোসেন
১৫ মে ২০২১, ১৭:০৮আপডেট : ১৫ মে ২০২১, ২০:০৭

এমপি, মন্ত্রীরা দেশ-বিদেশের নামি-দামি ব্র্যান্ডের পোশাক পরেন এমন ধারণাই জনমনে। সংস্কৃতি-বিনোদন জগতের তারকাদের পোশাক নিয়ে বিস্তর আলোচনা হরহামেশাই। তবে রাজনীতির মাঠের তারকাদের পোশাক নিয়ে খুব একটা আলোচনা হয় না। তবে এবার ঈদে আলোচনায় একজন প্রতিমন্ত্রী ও তার পরিবারের ঈদের পোশাক।

বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার পরিবারের কথা। আলোচনার সূত্রপাত পলক নিজেই করেছেন। ঈদের দিন ফেসবুকে স্ত্রী আরিফা জেসমিন কনিকা, সন্তানদেরসহ নিজের ছবি পোস্ট করেছেন। যেখানে তারা হ্যান্ড পেইন্টের পোশাক পরা। কিন্তু আলোচনা কেন, তারা কী খুব দামি পোশাক পরেছেন? বিদেশি ব্র্যান্ডের পোশাক পড়েছেন?  না, তারা দেশি ক্ষুদ্র উদ্যোক্তার তৈরি করা পোশাক কিনেছেন।

ঈদের দিন দুপুরে ফেসবুকে উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) গ্রুপে প্রথমে পোস্ট করেন জুনাইদ আহমেদ পলক। তারপর বিকালে পোস্ট করেন নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে। ‘উই’র করা পোস্টে পলক লিখেন, ঈদ মোবারক। ঈদের আনন্দ আয়োজন হোক ঘরে। কেনাকাটা অনলাইনে। ধন্যবাদ অন্দরমহলকে ঈদের এই পোশাকগুলো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সিংড়ায় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। প্রায় একই কথা লিখে বিকালে নিজেদের ছবিসহ নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন জুনাইদ আহমেদ পলক।

এরপরই শুরু হলো আলোচনা। উই (উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম)-এর গ্রুপে পলকের পোস্টে ১৭শ’র বেশি মানুষ কমেন্ট করেন।

আলোচনায় পলকের ঈদের পোশাক

জানা গেছে, দেশে ফেসবুক গ্রুপগুলোর মধ্যে হালের আলোচিত নাম উই (উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম)। নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্মটির সদস্য সংখ্যা ১১ লাখের বেশি। যাদের মধ্যে রয়েছেন উদ্যোক্তা, ক্রেতা সবাই। সেখানে যুক্ত আছেন ফৌজিয়া সুলতানা, হ্যান্ড পেইন্ট নিয়ে তার উদ্যোগ ‘অন্দরমহল’।

প্রতিমন্ত্রীর ফেসবুকে পোস্টের পর ব্যাপক সাড়া পেয়েছেন ফৌজিয়া সুলতানা। তিনি জানিয়েছেন, গতকাল থেকে ইনবক্সে একটা পাঞ্জাবি চাচ্ছেন সবাই। ছবি দিয়ে ইনবক্স করছেন কাপল সেটের জন্য। সবাই এত পছন্দ করেছেন পলক স্যার ও কনিকা ম্যামের এই ড্রেস। এটা ম্যাম নিজের পছন্দে করিয়েছিলেন।

এদিকে উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরামের গ্রুপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ধন্যবাদ জানাচ্ছেন সদস্যরা। একই সঙ্গে অন্দরমহলের উদ্যোক্তাকেও অভিনন্দন জানিয়ে পোস্ট কমেন্ট করেছেন অনেকেই।

মাশিয়াত শাবনুর লিখেছেন, সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে ফোনটা হাতে নিয়ে বসেছি। ঠিক তখনই চোখে পড়লো অন্দরের পোশাকে মন্ত্রী পরিবার। দেখেই এত খুশি লাগলো। সত্যিই আমরা গর্বিত।

কানিজ ফারহীন পান্থি লিখেছেন, খুবই ভালো লাগলো ঈদের দিনে আইসিটি প্রতিমন্ত্রী এবং উনার পরিবারকে হ্যান্ড-পেইন্টের পোশাকে ঈদ করতে দেখে। যেটা কিনা আমাদের উই’র, দেশীয় পণ্য। ভাবতে দারুণ লাগে কীভাবে আমাদের দেশীয় পণ্যের ইন্ডাস্ট্রির ভিত দিনকে দিন শক্তিশালী হচ্ছে।

 

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
ডিজিটাইজেশন বাংলাদেশের অগ্রগতির লাইফলাইন: পলক
রাঙামাটিতে ১০০ কোটি টাকায় নির্মাণ হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?