X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে বিআরডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৯:৩৬আপডেট : ১৪ জুন ২০২১, ১৯:৩৬

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ‘এসএমই’ ঋণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

সোমবার (১৪ জুন) রাজধানীর কাওরান বাজারে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সদর দফতরের সম্মেলন কক্ষে এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এতে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।

‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই স্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে পর্যায়ক্রমে ৩০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত করোনাকালীন প্রণোদনা প্যাকেজের আওতায় বিআরডিবি এই ঋণ তহবিল বরাদ্দ পেয়েছে। ৪ শতাংশ সরল সেবামূল্যে দুই বছর মেয়াদে (ছয় মাস গ্রেস পিরিয়ডসহ) উক্ত ঋণ বিতরণ করা হবে। এরমধ্যে প্রথম দফায় প্রাপ্ত ১৫০ কোটি টাকা থেকে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার ২৮ উপজেলার ৭৯৯ জন সুফল ভোগী ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ২০ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ঋণ বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার একজনসহ এবং বৃহত্তর ফরিদপুরের ৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা উপস্থিত থেকে ঋণের চেক গ্রহণ করেন। এছাড়াও ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত থেকে অবশিষ্ট ৭৯৪ জন ক্ষুদ্র উদ্যোক্তা বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার বিআরডিবি’র জেলা কার্যালয় থেকে ঋণের চেক গ্রহণ করেছেন। পর্যক্রমে সারা দেশের সকল জেলা ও উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এ প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিআরডিবি সূত্রে জানা গেছে, বিআরডিবি পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর এক হাজার ২০০ কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে। বিআরডিবি’র আওতায় ১ লাখ ৬৭ হাজার সমবায় সমিতি ও অনানুষ্ঠানিক দলের ৫০ লাখ ১২ হাজার সুফল ভোগী সদস্য বিআরডিবি থেকে ক্ষুদ্র ঋণ ও আয় বর্ধনমূলক প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের পল্লীর জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ পর্যন্ত বিআরডিবি ১১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে এবং বর্তমানে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ভুক্ত চারটি প্রকল্প ও ১৪টি কর্মসূচি বাস্তবায়ন করছে।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন