X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রেস কাউন্সিল পদক পেলেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক সাজ্জাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৫

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেয়েছেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন। শনিবার (৪ সেপ্টেম্বর) তথ্য ভবন অডিটোরিয়ামে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সাজ্জাদ হোসেন

বাংলা ট্রিবিউনে প্রকাশিত ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেনের ছবিতে করোনাকালীন সময়ে বিভিন্ন সাহসিকতার চিত্র ফুটে উঠে। করোনা রোগীদের সেবা, করোনায় মৃতদের দাফন ও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করার চিত্র ফুটে উঠেছে তার ক্যামেরায়।


করোনা রোগীদের চিকিৎসায় চিকিৎসকরা (ছবি: সাজ্জাদ হোসেন)

পাশাপাশি তার তোলা ছবি আন্তর্জাতিক গণমাধ্যম যেমন, দ্য গার্ডিয়ান, দ্য অবজারভার, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, বিবিসি, এএফপি, এপি ও রয়টার্সে প্রকাশিত হয়েছে। এ ছাড়াও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন।

স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় (ছবি: সাজ্জাদ হোসেন)

এক প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসেন বলেন, আমি ফটো সাংবাদিকতার পাশাপাশি ডকুমেন্টারি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি জনসাধারণের জন্য আলোকচিত্রের আর্কাইভ সংকলন করতে চাই। নিজেকে এখনও ফটো সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে বিবেচনা করি। ক্রমাগত শিখছি, শিখে যেতে চাই।

করোনায় মৃত রোগীর দাফন (ছবি: সাজ্জাদ হোসেন)

 

সাজ্জাদ হোসেনের ক্যামেরায় জাতীয় সংসদ ভবন

এ বছর সাংবাদিকতার ৭টি ক্ষেত্রে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান করা হয়েছে। আজীবন সম্মাননা পদক পেয়েছেন মরহুম সাংবাদিক হাসান শাহরিয়ার। প্রাতিষ্ঠানিক সম্মাননা পান দৈনিক জনকণ্ঠের সাবেক সম্পাদক মরহুম আতিকুল্লাহ খান মাসুদ। আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা পেয়েছে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ। গ্রামীণ সাংবাদিকতা পদক পেয়েছেন সিনিয়র সাংবাদিক নিজামুল হক। উন্নয়ন সাংবাদিকতায় পদক পান দ্যা নিউজ টুডে'র সিনিয়র সাংবাদিক মাযহারুল ইসলাম মিচেল। নারী সাংবাদিকতায় পুরস্কার পান ডেইলি অবজারভারের বনানী মল্লিক। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল ইসলাম। ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক সেমিনার ও বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক’ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান।

‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শীর্ষক সেমিনারে’ প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ইশতিয়াক রেজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জুরিবোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী।

/এনএইচ/এফএএন/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে