নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্মীয় অনুষ্ঠানকে বর্ণিলভাবে দেখার মাধ্যমে আমরা দেখতে পাই আমরা অর্থনীতিতে কতটা সমৃদ্ধ হচ্ছি। সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এটি সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও বাঙালির উৎসব। দেশে অসাম্প্রদায়িক চেতনার সরকার দেশ পরিচালনা করছে। মহালয়ার অনুষ্ঠান আগে শুধু গ্রাম-গঞ্জে হতো, এখন প্রত্যন্ত অঞ্চলেও হয়।
এসময় তিনি আরও বলেন, মহামারির মধ্যে পূজা উদযাপন হচ্ছে, তাই আনন্দ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। গতবার করোনাভাইরাস ব্যাপক আকার ধারণ করেছিল। সে তুলনায় এবার অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলা যায়। এবার শুধু আরতি ছাড়া পূজার অন্য সকল আনুষ্ঠানিকতা-ই আছে।