X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশে করোনা পূর্ববর্তী কার্যক্রম পুরোপুরি পুনরুদ্ধার করেছে এমিরেটস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২১, ২৩:১৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২৩:২৩

বাংলাদেশে করোনা পূর্ববর্তী কার্যক্রম পুরোপুরি পুনরুদ্ধার করেছে এমিরেটস এয়ারলাইন। চলতি বছর বাংলাদেশে ফ্লাইট পরিচালনার ৩৫ বছর পূর্তি উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাতের এই সংস্থা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এমিরেটস কর্মকর্তারা এই সুখবর দেন। 

এমিরেটসের এয়ারপোর্ট সার্ভিসেস ম্যানেজার মোহাম্মদ আলহাওয়াই বলেন, ‘বাংলাদেশে আমাদের কার্যক্রম পুরোপুরি পুনরুদ্ধার করতে পেরেছি। করোনা পূর্ববর্তী ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিটি নিয়েই আমরা বর্তমানে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করছি। বাংলাদেশের অর্থনৈতিক, ব্যবসায়িক ও পর্যটনের উন্নয়নে এমিরেটস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আমরা ভবিষ্যতে এগিয়ে নিতে এবং আরও সুসংহত করতে আগ্রহী। দুবাই বা অন্য যেকোনও গন্তব্যে গ্রাহকদের আরও নিরাপদ ও উত্তম সেবা প্রদানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

মতবিনিময় সভায় আরও ছিলেন এমিরেটসের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) মোহামেদ আলহাম্মাদী এবং এমিরেটস স্কাইকার্গো ম্যানেজার (বাংলাদেশ) শেখ ইদরিস আলী।

১৯৮৬ সালের ২৭ অক্টোবর ফ্লাইট শুরুর পর ঢাকা থেকে দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৪ লাখ যাত্রী পরিবহন করেছে সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থা। গত ৩৫ বছরে ১৯ হাজার ৩০০টির বেশি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালিত হয়েছে। বর্তমানে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজে ঢাকা থেকে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস।

বর্তমানে এমিরেটসই একমাত্র আন্তর্জাতিক এয়ারলাইন যারা ঢাকা থেকে প্রথম শ্রেণির সেবা দিচ্ছে। ঢাকা থেকে যাত্রীরা বর্তমানে দুবাই হয়ে ১২০টির অধিক গন্তব্যে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন।

এমিরেটসের কার্গো পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো ২০১৬ সাল থেকে গত পাঁচ বছরে ১ লাখ ৭০ হাজার টনের বেশি মালামাল বাংলাদেশে বা বাংলাদেশে থেকে পরিবহন করেছে। এর মধ্যে রয়েছে মূলত তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং পচনশীল রফতানি পণ্য।

এমিরেটসের মূল কেন্দ্র দুবাই বর্তমানে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য এবং অন্যতম নগরী হিসেবে অতিমারিকালে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল কর্তৃক সেফ ট্রাভেলস স্বীকৃতি পেয়েছে। দুবাইয়ে এখন চলছে বৈশ্বিক আয়োজন এক্সপো ২০২০, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা