X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পাঁচ ব্যতিক্রম সমাজকল্যাণ উদ্যোগকে পুরস্কৃত করলো ভলান্টিয়ার অপরচুনিটিজ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ১৫:১৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫:১৬

গত ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি ব্যতিক্রম সমাজকল্যাণমূলক উদ্যোগ এবং আইডিয়াকে পুরস্কার দিয়েছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবক প্লাটফর্ম ‘ভলান্টিয়ার অপরচুনিটিজ’। সম্প্রতি রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পুরস্কার বিজয়ী সংগঠনগুলোর উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে সহযোগিতা করে ‘হিউম্যানিটি ওয়ার্ল্ডওয়াইড’। আয়োজকরা বলছেন, যেসব উদ্যোক্তা তাদের সমাজকল্যাণমূলক উদ্যোগ এবং আইডিয়াগুলো বিভিন্ন সামাজিক এবং বিশেষ করে আর্থিক জটিলতার  কারণে বাস্তবায়ন করতে পারছেন না, তাদের সুযোগ তৈরি করে দেওয়ার উদ্দেশ্যেই এই প্রচেষ্টা।
 
পুরস্কার দেওয়া হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে, সেগুলো হলো- ‘শিক্ষা’, ‘নারীর ক্ষমতায়ন’, ‘স্বাস্থ্য’, ‘শান্তি এবং সম্প্রীতি’, এবং ‘দারিদ্র দূরীকরণ’। এর মধ্যে শিক্ষা ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ‘সায়েন্স বি’, নারীর ক্ষমতায়ন ক্যাটাগরিতে ‘নন্দিতা সুরক্ষা’, স্বাস্থ্য ক্যাটাগরিতে বিজয়ী ‘এরাইজ হেলথ ফর চাইল্ড ফাউন্ডেশন’, শান্তি এবং সম্প্রীতি ক্যাটাগরিতে ‘ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ এবং দারিদ্র দূরীকরণ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ‘পটুয়াখালিবাসী’ নামে সংগঠন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ভলান্টিয়ার অপরচুনিটিজের প্রতিষ্ঠাতা মিথুন দাস কাব্য। এরপর পাঁচটি ক্যাটাগরিতে তিনটি করে সংগঠন তাদের আইডিয়া উপস্থাপন করে এবং মধ্যবর্তী সময়ে বিশেষ অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। বিচারকেরা বিজয়ী দল ঘোষণা করলে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামে। বিজয়ীদের ১ লাখ টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

পাঁচ ক্যাটাগরির বিচারক প্যানেলে রাশেদ মুজিব নোমানসহ আরও ছিলেন সাজিদা ফাউন্ডেশনের সিনিয়র কো-অরডিনেটর সারাহ ইকবাল, আইডিএলসি’র গ্রুপ চিফ মার্কেটিং অফিসার জেন আলম রমেল; রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজারের চার্টার প্রেসিডেন্ট আহমেদ ফারুক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার সফিউল্লাহ আল আজাদ। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইজিডি-র নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন; ইউএনডিপি-এর হেড অফ কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম; ইনোভেশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার; আইসোশ্যালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হান, হিউম্যানিটি ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাশেদ মুজিব নোমান।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে