X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে যত জানবো, বাঙালি হিসেবে তত গর্বিত হবো: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২১, ২২:০২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২২:০২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যত জানবো, বাঙালি জাতি হিসেবে আমরা তথ্য বেশি গর্বিত হবো বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২৭ নভেম্বর) রাতে শাজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা দক্ষিণ মহানগরের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ‘বই পড়ো, বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ মন্তব্য করেন।       

মেয়র তাপস বলেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ২৪ বছরের শাসনকালে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছেন। ১৪ বছর কারাবরণ করেছেন। তাঁর এই গভীর ত্যাগের মাধ্যমে তিনি আজীবন পরাধীন বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছেন। অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখছেন, ‘একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত, তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা।’ তাই এই মহামানব, মহাবিজয়ের মহানায়ককে আমরা যত জানবো, ততই আমরা আমাদের ইতিহাস জানবো, শেকড় জানবো, উৎস জানবো,  সত্তাকে জানবো এবং বাঙালি হিসেবে আমরা গর্ব অর্জন করতে পারবো।’’

তাপস আরও বলেন, তিনি বাঙালি জাতিকে অকৃত্রিমভাবে ভালোবেসেছেন। সে জন্যই তাঁর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ৩০ লাখ বাঙালি অকাতরে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ দিয়েছেন এবং পরিপূর্ণভাবে তা বাস্তবায়ন করেছেন। তাই, আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বেই বাংলাদেশ ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হিসেবে জাগ্রত হবে, এগিয়ে যাবে। আজ আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। উন্নয়নশীল দেশের সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা ইনশাল্লাহ, উন্নত বাংলাদেশ গড়ে তুলবো। সেজন্য আমাদেরকে ইতিহাস জানতে হবে এবং সেই ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়াটাই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।’

অনুষ্ঠানে তৃতীয় থেকে দশম শ্রেণির ৯৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছোটদের বিভিন্ন ধরনের বই থেকে প্রশ্নোত্তর শীর্ষক কুইজে ১১ নম্বর ওয়ার্ডের ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ সেকান্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, সদস্য গিয়াস উদ্দিন সরকার পলাশ, মামুনুর রশিদ শুভ্র এবং দক্ষিণ সিটির সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
নিউমার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প গৃহীত
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া