X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চতুর্থ ধাপে ইউপিতে সরাসরি ভোটে নৌকার চেয়ে স্বতন্ত্র এগিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২১, ০০:৫৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:৫৮

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে ৭৯৭টি ইউনিয়ন পরিষদে সরাসরি ভোটে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন ৩৫০টিতে। পক্ষান্তরে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩৮৯টিতে।

এর আগে তৃতীয় ধাপের নির্বাচনেও সরাসরি ভোটে আওয়ামী লীগের চেয়ে স্বতন্ত্ররা বেশি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। তৃতীয় ও চতুর্থ ধাপের ফলাফল আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্রদের জয়ের ব্যবধান কমিয়ে এনেছে।

চার ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ভোট হওয়া ইউনিয়ন পরিষদগুলোর এক হাজার ৩৭৭টিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। অপরদিকে, স্বতন্ত্ররা জিতেছেন এক হাজার ২৪৯টিতে। স্বতন্ত্রভাবে জয়ী হওয়া প্রার্থীদের বেশিরভাগই সরকারি দলের বিদ্রোহী প্রার্থী। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

অবশ্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের যুক্ত করলে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে এখনও অনেক এগিয়ে ক্ষমতাসীন দল। চার ধাপে মোট ৩০০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাদের মধ্যে ২৯৭ জনই আওয়ামী লীগের ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। এ হিসাবে আওয়ামী লীগ জিতেছে এক হাজার ৬৭৪ ইউনিয়ন পরিষদে। অপরদিকে স্বতন্ত্ররা জয়ী হয়েছেন এক হাজার ২৫২টিতে। এবারের নির্বাচনে বিএনপিসহ সমমনা অনেক দল প্রতীকে অংশ না নেওয়ায় স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার বাড়ছে বলে মনে করছেন সরকারি দলের নীতিনির্ধারকেরা।

সর্বশেষ রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে ৮৩৬টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। সোমবার রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৭৯৭টির ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪৬ জনসহ ৩৯৬টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর ২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ীসহ ৩৯১টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ৬টিতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুটিতে, জাকের পার্টি একটিতে ও জাতীয় পার্টি-জেপি একটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, চার ধাপে এ পর্যন্ত দুই হাজার ৯৮৭টি ইউনিয়ন পরিষদের ফল পাওয়া গেছে। এর আগে অনুষ্ঠিত তৃতীয় ধাপের ৯৯২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ওই ধাপে ভোটের মাঠে লড়াই করে আওয়ামী লীগের ৪২৬ জন প্রার্থী জয়ী হন। আর স্বতন্ত্র প্রার্থী জয়ী হন ৪৪৫টিতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী জয়ী হন আরও ৯৯ জন। সবমিলিয়ে দলটির চেয়ারম্যান নির্বাচিত হন ৫২৫ জন। আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী একজনসহ স্বতন্ত্র প্রার্থীরা জিতেন ৪৪৫টিতে।  

প্রথম ও দ্বিতীয় ধাপে সরকারি দলের প্রার্থীদের জয়ের হার বেশি ছিল। দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউনিয়ন পরিষদের ফলাফলে দেখা গেছে, ভোটের লড়াইলে সরকারি দলের প্রার্থী জিতেছেন ৪০৫টি ইউনিয়ন পরিষদে। অপরদিকে স্বতন্ত্ররা জিতেন ৩৩০টিতে। এ ধাপে ৮১ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ীসহ আওয়ামী লীগের ৪৮৬ জন জয় পান। দুই বারে অনুষ্ঠিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে সরকারি দলের ১৯৬ জন জয় পান। আর স্বতন্ত্র জিতেন ৮৫ জন। এ ধাপেও ৭১ জন আওয়ামী লীগের প্রার্থী বিনাভোটে নির্বাচিত হন। তাদেরসহ সরকারির দলে ২৬৭ জন চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথম ও দ্বিতীয় ধাপে বিনা ভোটে কোনও স্বতন্ত্র প্রার্থী জয় পাননি।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
উপজেলা পরিষদ নির্বাচন: অনলাইনে মনোনয়নপত্র জমা দেবেন যেভাবে
উপজেলা নির্বাচনে আগেভাগে মনোনয়নপত্র জমা দেওয়ার আহ্বান
ডিজিটাল পদ্ধতিতে উপজেলা নির্বাচনে চালানো যাবে প্রচারণা, তবে…
সর্বশেষ খবর
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়