X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাটকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনাদি পরিশোধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২১, ১৪:৪৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৪:৪৬

রাষ্ট্রায়ত্ব পাটকল করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটিসহ সব পাওনাদি দ্রুত পরিশোধসহ তিন দফা দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের অন্য দুটি দাবি হলো, যেসব অডিট আপত্তি অনিস্পত্তি রয়েছে তা সংস্থার আগের নিয়মে এবং যে সব মামলা-মোকদ্দমা অনিস্পত্তি রয়েছে তা নিষ্পত্তি করে পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্তদের পক্ষে মো. জাহাঙ্গীর হোসেন লিখিত বক্তব্যে বলেন, যখন দেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু আয় ২৫৫০ মার্কিন ডলার, সেই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত্ব পাটকল করপোরেশনের ২৫০০ জন কর্মচারী-কর্মকর্তা আমাদের ন্যায়সঙ্গত পাওনা, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ তহবিলসহ (পিএফ) অন্যান্য পাওনাদি পাইনি।

তিনি আরও বলেন, চাকরি থেকে অবসর গ্রহণের দীর্ঘ সময় ভুক্তভোগীরা তাদের জীবনের শেষ সম্বল না পেয়ে ইতিমধ্যে প্রায় ২০০ থেকে ২৫০ জন কর্মকর্তা-কর্মচারী বিনা চিকিৎসায় এবং খাদ্যাভাবে অর্ধাহারে, অনাহারে মৃত্যুবরণ করেছে। অনেক কর্মচারী-কর্মকর্তাগণ অর্থভাবে প্রয়োজনীয় চিকিৎসাটুকু করতে পারছে না। পারছেন না পরিবার-পরিজনের ভরণপোষণ জোগাতে, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে, এমনকি অনেকেই বিবাহযোগ্যা ছেলেমেয়েকে বিয়ে দিতেও পারছেন না।

চাকরি থেকে অবসর গ্রহণের ৩০ কর্মদিবসের মধ্যে পাওনা পরিশোধের নিয়ম থাকলেও কর্তৃপক্ষের ব্যর্থতা বা অবহেলায় ভুক্তভোগীরা আইনের দ্বারস্থ হয়ে মামলা-মোকদ্দমা করলেও বছরের পর বছর ঘুরতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত পাটকলের অবসরপ্রাপ্তদের পাওনাদি পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অবসরপ্রাপ্তরা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা