X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি

ঢাবি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২১, ২০:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২০:১২

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং পরবর্তী বিসিএস থেকে  লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর সংযোজন করে ফল প্রকাশের দাবি  জানিয়েছেন অনুত্তীর্ণরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জুবায়ের আহমেদ।

জুবায়ের আহমেদ বলেন, ‘আমরা পিএসসির সামনে, প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছি। পিএসসি কর্তৃপক্ষের কাছে আবেদনপত্রও দাখিল করেছি। কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে কোনও সাড়া পাচ্ছি না। অবশেষে আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম।’

তিনি বলেন,  ‘গত ২৭ জানুয়ারি  ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই তালিকায় ওভারল্যাপিং অথবা টেকনিক্যাল ত্রুটির কারণে ভালো ফল প্রত্যাশীরাও অপ্রত্যাশিতভাবে বাদ পড়েন। এরপর আমরা গত ১ ও ৩ ফেব্রুয়ারি আলাদা তালিকাসহ দুটি আবেদনপত্র দাখিল করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। পরে আমরা আদালতের শরণাপন্ন হই।’

তিনি  আরও বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবমান। কিন্তু পিএসসি’র পরীক্ষার ফলাফল পদ্ধতি আগের মতো। সেখানে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেওয়া হয় না। যে কারণে একজন পরীক্ষার্থীর নিজেকে সংশোধন করার এবং নতুনভাবে প্রস্তুত করার উপায় থাকে না।’

জুবায়ের আহমেদ বলেন, ‘আমরা চাকরি প্রত্যাশীরা দাবি জানাচ্ছি, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা পুনর্মূল্যায়ন করতে হবে এবং পরবর্তী বিসিএসগুলোতে প্রাপ্ত নম্বর-সহ ফল প্রকাশ করতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— মো. আবু ফজল, মিজানুর রহমান, অরূপ সরকার, বিশ্বজিৎ সরকার, মনিরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এই বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ২৭ হাজার জন। উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নেন। উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন প্রার্থী।

/এপিএইচ/
সম্পর্কিত
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
৪৬তম বিসিএস প্রিলিমিনারির তারিখ জানালো পিএসসি
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা