X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রবাসীসহ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ২১:৪৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২১:৪৫

রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় আমেরিকা প্রবাসীসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের সামনের এই দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেন পল্টন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া। তিনি জানান, দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে শ্রাবণ পরিবহনের বাসটি। 

নিহত আমেরিকা প্রবাসী হলেন শুক্কুর মাহমুদ বাবুল (৫৮)। অন্য নিহত ব্যক্তির নাম রাইসুল কবির তুষার (৩৫)।

পল্টন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া দুর্ঘটনার বিবরণে জানান, শ্রাবণ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ভেঙে ধাক্কা দিলে দুই পথচারী আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুর মাহমুদ পৌনে ৪টার দিকে প্রবাসীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে মারা যায় তুষার। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ ফতুল্লা ভুইগর গ্রামের মৃত ডা. আবুল কাশেমের ছেলে শুক্কুর মাহমুদ বাবুল। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি রাঙ্গা শিমুলিয়া গ্রামে। দুই ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

শুক্কুর মাহমুদ বাবুল ১৯৮৭ সাল থেকে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতেন। এ তথ্য জানিয়ে তার বড় ভাই গোলাম মোস্তফা বলেন, ‘আড়াই মাস আগে দেশে আসে আমার ছোট ভাই। আজ সকালে নারায়ণগঞ্জের বাসা থেকে ব্যক্তিগত কাজে ঢাকায় এসে গুলিস্তানে সড়ক দুর্ঘটনার শিকার হয় সে।’ 

এদিকে তুষার পশ্চিম জুরাইন খন্দকার রোডের স্থায়ী বাসিন্দা কামাল উদ্দিন দুলালের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

সহকর্মী জাহিদুল ইসলাম জানান, মৃত তুষার গার্মেন্টস এক্সেসরিজ প্রতিষ্ঠান ড্রিম প্লাস ইন্টারন্যাশনালের কমার্শিয়াল সেকশনে চাকরি করতেন। আজ দুপুরে পল্টনের অফিস থেকে কাজে সদরঘাট গিয়েছিলেন তিনি। সেখান থেকে অফিসে ফেরার পথে গুলিস্তানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন তুষার।

/এআইবি/আরটি/জেএইচ/
সম্পর্কিত
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
সর্বশেষ খবর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও