X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শেষ পর্যায়ে

উদিসা ইসলাম
০৩ জানুয়ারি ২০২২, ১৭:২৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২১:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন একই বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। গত ১৩ ডিসেম্বর ওই শিক্ষার্থী উপাচার্য বরাবর এক লিখিত অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এরইমধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে কমিটি তদন্ত শেষ করে এনেছেন। যেকোনও দিন প্রতিবেদন জমা দেওয়া হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের নাম সাজ্জাদ হোসেন চৌধুরী।  

এদিকে এই যৌন হয়রানির ঘটনায় শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন দেওয়ার আগে তারা কিছু বলতে রাজি নন। জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগে সাময়িক বরখাস্ত করার বিধান থাকলেও তদন্ত চলাকালে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে সেরকম কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

সূত্র জানায়, শান্তি ও সংঘর্ষ বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী তারই বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জানিয়ে উপাচার্যের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সামাজিক বিজ্ঞান বিভাগের ডিনকে আহ্বায়ক করে ফ্যাক্ট ফাইন্ড করতে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের বিভিন্ন পক্ষকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছে। এখন খসড়া প্রস্তুতের কাজ চলছে।

তদন্ত কাজের আপডেট জানতে চাইলে কমিটির সদস্য ও ওই বিভাগের সভাপতির দায়িত্বে থাকা সাইফুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কাজ শেষ করেছি। এখন প্রতিবেদন লেখার কাজটি শেষ হলে আরেকবার বসা হবে। এর বেশি বলা সম্ভব হচ্ছে না। আমরা মূলত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এরপর উপাচার্য  যদি মনে করেন তবে প্রতিবেদনটি সিন্ডিকেটে নিয়ে যাওয়ার পর পূর্ণাঙ্গ তদন্ত কমিটি হবে। এদিকে ওই শিক্ষার্থী ফাইনাল পরীক্ষা ঠিকমতো সম্পন্ন করেছেন। অভিযুক্ত শিক্ষককে ওই বর্ষের সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে সাইফুদ্দিন আহমেদ  বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থী উভয় পক্ষই যেন স্বস্তিতে কার্যক্রম চালাতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া।’

বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কোনোভাবেই স্বস্তিবোধ করছেন না। তদন্ত প্রতিবেদনে যাই থাকুক, এই শিক্ষার্থী তার শিক্ষাজীবন ঠিকমতো শেষ করতে পারবেন কিনা, তা নিয়েও শঙ্কা জানিয়েছেন কেউ কেউ।

তদন্ত কমিটির সদস্য এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্র উপদেষ্টা মারিয়া হোসাইন জানান, তদন্ত বিষয়ে কমিটির আহ্বায়ক ছাড়া অন্য কারও কথা বলার সুযোগ নেই। কিন্তু অভিযোগ উত্থাপনকারীর জন্য বিভাগের ছাত্র উপদেষ্টা হিসেবে তিনি কী দায়িত্ব পালন করেছেন, প্রশ্নে তিনি বলেন, ‘ছাত্র উপদেষ্টা হিসেবে যে মানসিক সাপোর্ট দেওয়া দরকার, যে সাহস জোগানো উচিত, আমি সেগুলো সময় মতো করে গিয়েছি।’ অভিযোগ উত্থাপনের পর তদন্ত কমিটি গঠিত হলে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করতে হয় কিনা, প্রশ্নে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে তো অভিযোগ প্রমাণ হয়নি। তেমন কোনও বিধান থাকলে সেটি আসলে কর্তৃপক্ষ দেখবে, সেটা বিভাগের দায়িত্ব না। তদন্ত কমিটি কাজ শুরুর পর সুনির্দিষ্ট সেই ব্যাচের সব অ্যক্টিভিটিজ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৩ ডিসেম্বর শান্তি ও সংঘর্ষ বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে আনা একজন শিক্ষার্থীর যৌন হয়রানির লিখিত অভিযোগের ভিত্তিতে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত প্রক্রিয়াধীন এবং আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষককে ফোন করা হলে তিনি তদন্তের বিষয়টি জানেন বলে উল্লেখ করেন। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘নানা ধরনের ষড়যন্ত্র হয়, আপনারাও চোখ কান খোলা রাখেন।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী