X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক তদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ১১:৩৯আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দিয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে প্রাথমিক তদন্তে কী বেরিয়ে এসেছে সে বিষয়টি নিয়ে কমিটির কেউই মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন একই বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। গত ১৩ ডিসেম্বর সেই শিক্ষার্থী উপাচার্য বরাবর এক লিখিত অভিযোগ দিলে সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন সাদেকা হালিমকে আহ্বায়ক করে ‘ফ্যাক্ট ফাইন্ড’ করতে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর অভিযুক্ত শিক্ষককে ওই বর্ষের সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

সংশ্লিষ্ট বিভাগের ছাত্র উপদেষ্টা মারিয়া হোসেনের কাছে প্রতিবেদন বিষয়ে কোনও তথ্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এখন উচ্চ পর্যায়ে আছে, তথ্য সেখান থেকে নিতে হবে।’ বিষয়টি তদন্তাধীন থাকায় তিনি আর কোনও কথা বলতে চাননি।

কমিটির তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিংয়ে কী বের হলো- জানতে চাইলে কমিটির সদস্য ও ওই বিভাগের সভাপতির দায়িত্বে থাকা সাইফুদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে বাইরে কথা বললে কমিটির আহ্বায়ক বলবেন, আমরা বলতে চাই না। তবে প্রক্রিয়াটি দীর্ঘ। এরপরে এটি হয়তো সিন্ডিকেটে যাবে, সেখানে তদন্ত কমিটি গঠন হবে। 

তবে কমিটির আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম কোভিড আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এটি কোনও তদন্ত না। সমাজবিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক করে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেওয়া হয়েছিল। তারা প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। আমি এখনও দেখিনি।

এর পরবর্তী পদক্ষেপগুলো কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনও দেখিনি সেখানে কী আছে। দেখে তারপর পরবর্তী পদক্ষেপ কী হবে বোঝা যাবে।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া