X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবি

ঢাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৩:৪৩আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এর আগে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে স্লোগান দিলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের ভাড়া করা মাইকওয়ালাকে চলে যেতে বাধ্য করেন। এরপর তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তবে প্রক্টরিয়াল টিম এ অভিযোগ অস্বীকার করেন।

উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থানকালে মনিপুর কলেজের শিক্ষার্থী মহিউদ্দিন সরকার বলেন, ‘যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পায় না, তাদের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে যুগোপযোগী বিষয়গুলোতে শিক্ষার্থীদের পড়তে চাওয়াটা স্বাভাবিক। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিক্যাল ভর্তি পরীক্ষার মতো নম্বর কর্তন করার বিধান রেখে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারেন।’

মাইজদী পাবলিক কলেজের শিক্ষার্থী মুহিদুল ইসলাম দাওদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড দাবি করে, কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দিতে পারে না। আমরা কেউ এমন না যে পড়ালেখা করিনি। আমাদের সুযোগ দেওয়া হোক। আমরা বিশ্বাস করি, আবার পরীক্ষা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবো।’ একইসঙ্গে মেডিক্যালে সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পারবে না—এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন এই শিক্ষার্থী।

উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা না করে যাবেন না বলে ঘোষণা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন এসে শিক্ষার্থীদের দু’জন প্রতিনিধিকে উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ঋতু আক্তার ও মাইজদী পাবলিক কলেজের শিক্ষার্থী মুহিদুল ইসলাম দাউদ উপাচার্যের সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎ শেষে তারা বলেন, উপাচার্য বলেন যে, সিন্ডিকেট মিটিংয়ে কেউ বিষয়টি উত্থাপন করলে আলোচনা করা হবে এবং প্রেস রিলিজের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে। সিদ্ধান্তে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়া হলে তারা আবারও আন্দোলনে নামবেন বলে ঘোষণা দেন।

 

/আইএ/
সম্পর্কিত
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
গণহত্যা দিবসে শহীদদের স্মরণে ঢাবিতে নানা আয়োজন
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়