ফেনীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সদস্য অ্যাডভোকেট নাজমুস সাকিবকে লাঞ্ছিতের ঘটনায় জড়িত ফেনীর কোর্ট পরিদর্শককে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য নাজমুস সাকিব গত ২ জানুয়ারি ফেনী জেলা জজ আদালতে আইন পেশা পরিচালনাকালে কোর্ট পরিদর্শক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
এই ঘটনা প্রচলিত আইনের দৃষ্টিতে একটি ফৌজদারি আপরাধ। তাই অবিলম্বে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।