X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কার্টেইন কল: ঢাকায় মঞ্চস্থ ইংরেজি নাটকের স্বর্ণালী যুগের গল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ০২:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩:৩৯

১৯৫০ থেকে পরবর্তী দশকে ঢাকা শহরে প্রমিথিয়ান্স নামে একটি অপেশাদার অভিনয় শিল্পীদের দল গড়ে ওঠে। একঝাঁক তরুণ-তরুণী নিয়ে গড়ে ওঠা ওই দলটি ঢাকা শহরে মঞ্চস্থ করেছে মনোমুগ্ধকর সব ইংরেজি নাটক। স্মৃতির সেসব আয়োজন সংকলনে ‘কার্টেইন কল ইংলিশ ল্যাংগুয়েজ প্লেস ইন ঢাকা ১৯৫০-১৯৭০’ নামে একটি বই প্রকাশ করেছেন দলটির সদস্যরা।

শনিবার (১৫ জানুয়ারি) রাতে নিজেদের তৃতীয় ‘গেট টুগেদার’ আয়োজনে ভার্চুয়ালি প্রকাশিত রেজা আলী ও নিয়াজ জামান সম্পাদিত বইটি তুলে ধরে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন বক্তারা।

এ সময় আলোচনায় অংশ নেন মঞ্চস্থ নাটকের একসময়ের সহযোদ্ধারা। তারা হলেন- রেজা আলী, নিয়াজ জামান, আসগর আলী, আবু জাফর, জেমকন গ্রুপের পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আমিনা আহমেদ, দুরদানা সামরো, প্রফেসর ড. কায়সার হক, ইয়াসমিন শেখ, শাহেদ শেখ, গজালা, রুবী আমিন, তাহিরা হক, আমীরা হক ও রাজিয়া খান।

‘সার্টেইন কল ইংলিশ ল্যাংগুয়েজ প্লেস ইন ঢাকা ১৯৫০-১৯৭০’ নামক বই এর কাভার পেজ

আলোচনায় প্রমিথিয়ান্স এর সম্মানিত পরিচালকদের স্মরণ করেন দলটি সদস্যরা। স্মৃতিতে উঠে আসে, প্রয়াত ইমতিয়াজ হোসেন ও মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জাহিন চিংকু’র কথা। তবে ভার্চুয়ালি অংশ না নিতে পারলেও হাসান আসকারী ও মাহমুদুল আমীন পুটনকে তার নাট্যযোদ্ধারা বারবার স্মরণ করতে থাকেন।

আলোচনার শুরুতে বইটির মূল প্রতিপাদ্য তুলে ধরেন রেজা আলী ও নিয়াজ জামান। এ সময় আলোচনায় উপস্থিত অতিথিদের স্মৃতিতে ভেসে উঠতে থাকে মঞ্চস্থ নাটকের স্মৃতিকথা। প্রফেসর মতিনের পরিচালনায় আ মেমরি অব টু মানডেস, দ্য রেইনমেকার, হারভে, দ্য আনএক্সপেক্টেড গেস্ট এবং সিস্টার জোসেফ মেরির পরিচালনায় টেমিং অব শ্রু, এন্টিগনি, কিং লিয়ার, আ মিডসামারস নাইট'স ড্রিম, দ্য মার্চেন্ট অব ভেনিস, ইলেক্ট্রা, দ্য কুইন অব হার্টসসহ বেশ কিছু কালজয়ী ইংরেজি নাটক ঢাকায় মঞ্চস্থ করার স্মৃতিতে আনন্দমুখর হয়ে ওঠেন বক্তারা।

ভিন্নধর্মী এ আয়োজনকে ঘিরে অতিথিদের প্রশংসার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আমিনা আহমেদ। আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অনেক পুরাতন স্মৃতি। আমি ষাটের দশকে আর আমাদের কেউ কেউ তারও আগে থেকে ঢাকায় ইংলিশ নাটক মঞ্চস্থ করতো। তখন আমরা স্বর্ণালী সময় পার করেছি। হঠাৎ আমাদের মধ্য থেকে দু’জন (রেজা আলী ও নিয়াজ জামান) মিলে স্মৃতিগুলোকে একত্রিত করে বই বের করতে চাইলো। আমরাও তথ্য দিলাম। আমরা চাই, এখনকার প্রজন্ম জানুক, আমরাও একসময়ে এ শহরে ইংলিশ নাটক মঞ্চস্থ করেছি।’

/আইএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা