X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মন্ত্রীদের সঙ্গে সখ্য আছে বলে প্রতারণা: নিঃস্ব চাকরিপ্রার্থীর পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৪:২০আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৪১

মেয়ের নতুন বিয়ে হয়েছে। জামাইকে খাদ্য অধিদফতরে সরকারি চাকরি দেবেন বলে মেয়ের শ্বশুরের কাছ থেকে টাকা এনে হারুন অর রশীদ নামের এক ব্যক্তিকে তিন লাখ টাকা দেন শিবগঞ্জের আলমগীর হোসেন রতন। মেয়ের জামাইয়ের চাকরি তো হয়ইনি, উল্টো মেয়ের সংসার ভাঙার উপক্রম। রতনের মতো এরকম আরও কয়েকজন রয়েছেন, যারা হারুনকে সরকারি চাকরির জন্য টাকা দিয়ে নিঃস্ব হয়েছেন।

পরিচিত মানুষজনের কাছে নিজেকে ক্ষমতাধর ব্যক্তি বলে উপস্থাপন করতেন হারুন। বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তার সখ্য রয়েছে বলে চাকরিপ্রার্থীদের কাছে বলতেন তিনি। এভাবে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে সহজ সরল মানুষের টাকা আত্মসাৎ করতেন হারুন।

সিআইডি হারুন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। হারুনকে কেরানীগঞ্জ থেকে এবং অপর দুজনকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হারুনের (৩৬) বাড়ি নওগাঁর বদলগাছি এলাকায়। তার দুই সহযোগী হলেন মাসুদ রানা (২৩) ও সেকান্দার আলী (৩৪)।

ভুয়া কাগজপত্র সোমবার (১৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগে সিআইডির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এসব তথ্য জানান।

ইমাম হোসেন বলেন, ‌‘পল্টন থানায় একটি মামলার ভিত্তিতে হারুন অর রশীদ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে।’

অতিরিক্ত ডিআইজি বলেন, ‘মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারা জাল নিয়োগপত্র দিতেন। বিভিন্ন মন্ত্রীর ভুয়া ডিও লেটারও তৈরি করেছেন। চক্রের মূলহোতা হারুন অর রশীদ। তাকে গ্রেফতারের পর আমরা আরও অভিযোগ পাচ্ছি।’

ভুক্তোভোগী রতন বলেন, ‘আমার খালাতো ভাইয়ের মাধ্যমে হারুনের সঙ্গে পরিচয় হয়েছিল। হারুন মাঝে মাঝে ফোন দিতো। খাদ্যমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে বলে জানাতো। আমার মেয়ের কয়েক মাস আগে বিয়ে হয়েছে। জামাই চাকরি খুঁজছিল। হারুন আমাকে জানালো, সে খাদ্য অধিদফতরে চাকরি দিয়ে দিতে পারবে। মেয়ের শ্বশুরের সঙ্গে আলাপ করি। ৩০ লাখ টাকায় খাদ্য উপ-পরিদর্শক পদে চাকরির বিষয়ে হারুনের সঙ্গে তাদের চুক্তি হয়। মেয়ের শ্বশুর বলেন, চাকরি হলে টাকা দেবেন। আমরা শুরুতে তিন লাখ টাকা দিই হারুনকে। কিন্তু পরীক্ষার রেজাল্টে আমার মেয়ে জামাইয়ের নাম আসেনি। বিষয়টি হারুনকে জানানোর চেষ্টা করি। কিন্তু সে আর ফোন ধরে না। এভাবে ঘোরাতে থাকে। টাকা ফেরত দেয়নি।’

ভুয়া কাগজপত্র একইভাবে কেউ সৌদির ভিসার জন্য টাকা দিয়ে নিঃস্ব হয়েছেন, আবার কেউ সেনাবাহিনীতে চাকরি পেতে হারুনকে টাকা দিতে সুদে টাকা এনেছেন। সিআইডি কার্যালয়ে এরকম ৫-৬ জন ভুক্তভোগীকে পাওয়া গেছে, যারা হারুনকে বড়মাপের প্রতারক বলেছেন।

মেরাজুল ইসলাম নামে শ্যামলীর এক মুদি দোকানি হারুনকে তার শ্যালকের সেনাবাহিনীর মেস ওয়েটার পদে চাকরির জন্য পাঁচ লাখ ৬০ হাজার টাকা দিয়েছেন। 

মেরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্যালকের চাকরির জন্য গত অক্টোবরে ইউসিবি ব্যাংকে হারুনের অ্যাকাউন্টে টাকা দিই। এক মাস পর একটা নিয়োগপত্র দেয় হারুন। আমার শ্যালককে ক্যান্টনমেন্টের পাশের একটি বাসায় নিয়ে রাখা হয়। ক্যান্টনমেন্টের ভেতরে একটি বিয়েতে একদিন ডিউটিও করে। এরপর ১৫ দিন তাকে বসিয়ে রাখে। ক্যান্টনমেন্টের ভেতরেও নেয় না। তখন আমরা বুঝতে পারি সে প্রতারণার শিকার। এরপর আমি আমার শ্যালককে নিয়ে আসি। হারুনের কাছে টাকা ফেরত চাই। কিন্তু তার কোনও হদিস পাচ্ছিলাম না।’

সিআইডির কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ‌‘হারুন জাল জালিয়াতি করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করতো। তার কাছ থেকে বিভিন্ন জাল নিয়োগপত্র, স্ট্যাম্প, ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করা হয়েছে।’

 

/এআরআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা