X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হাতিরঝিলে রক্তাক্ত উদ্ধার সাংবাদিক হাবীবের হাসপাতালে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ০৮:৪৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৮:৫১

রাজধানীর হাতিরঝিলে সাংবাদিক হাবীব রহমানের রক্তাক্ত দেহ পড়ে ছিল। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাবীব রহমান দৈনিক সময়ের আলো পত্রিকায় কর্মরত ছিলেন। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাতিরঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই এনামুল হক ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে রাত আড়াইটার দিকে হাতিরঝিল থেকে এক পথচারী ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পথচারীরা হাবীবকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে একজন পথচারীকে হাবীবের মোটরসাইকেল পাহারায় পাওয়া যায়। পরে মোটরসাইকেলটি পুলিশ নিয়ে আসে।'

হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের একটু সামনে একটা মসজিদের কাছে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন বলেও জানান এসআই।

রাতেই হাবীবের সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। হাবীব ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সময়ের আলো পত্রিকায় আওয়ামী লীগ বিট করতেন।

হাবীবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও তার মোটরসাইকেলটি অক্ষত ছিল। তাই এটি দুর্ঘটনা নাকি অন্যকিছু, তা নিয়ে সাংবাদিকদের অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

দৈনিক সময়ের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ বলেন, ‘এটা দুর্ঘটনা মনে হচ্ছে না। পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।’

তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হাবীব রহমান সময়ের আলো ছাড়াও বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

হাবীব রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ পিয়ার মিয়া। ঢাকার হাতিরঝিল এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া