X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মেঘলা আকাশ, কমে এসেছে বৃষ্টির প্রবণতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১২:১৫আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৮:০০

রাজধানীর আকাশ আজও সকাল থেকেই মেঘলা। ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া দেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এর ফলে তাপমাত্রা রাতে বেশ কিছুটা কমে আসতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সারাদিন এই আবহাওয়া বিরাজ কর‍তে পারে। রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও বৃষ্টি হয়নি। এর বাইরে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাঙামাটিতে ৮ মিলিমিটার। এছাড়া টেকনাফে ৭, কুতুবদিয়ায় ২, কক্সবাজার, সীতাকুণ্ডে ৩, মাইজদীকোট, চট্টগ্রাম ও সন্দ্বীপে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পটুয়াখালী, ভোলা, মোংলা ও কুমিল্লায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আজ আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তবে আজও কিছু এলাকায় হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টি কমে আসতে পারে। আর বৃষ্টি কমে এলে তাপমাত্রা আরও কিছুটা কমার শঙ্কা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল একই এলাকায় ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আজ ১ ডিগ্রি বেড়ে ১৬ দশমিক ৮, যা গতকাল ছিল ১৫ দশমিক ৫। এছাড়া ময়মনসিংহে আজ ২ ডিগ্রি কমে ১৪ দশমিক ৫, গতকাল ছিল ১৬;  চট্টগ্রামে ছিল ১৮ দশমিক ৪; আজ ১ ডিগ্রি কমে ১৭ দশমিক ৩; সিলেটে ছিল ১৬ দশমিক ৪; আজ প্রায় একই ১৬ দশমিক ৩; রাজশাহীতে ছিল ১৫ দশমিক ৬, আজ কিছুটা কমে ১৪; রংপুরে ছিল ১৪, আজ প্রায় একই ১৪ দশমিক ৫; খুলনায় ছিল ১৬, আজ কিছুটা কমে ১৫ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১৫ দশমিক ৫, আজ ১ ডিগ্রি কমে আজ ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য এলাকার আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজকের তাপমাত্রা থেকে আরও পড়ুন।

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা