X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাবির সমাজ বিজ্ঞানের প্রভাষক নিয়োগ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১৯:৫২আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯:৫২

মামলা বিচারাধীন থাকাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে নিয়োগের জন্য দেওয়া গত ২৬ ডিসেম্বরের বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং অ্যাডভোকেট রিপন বাড়ৈ। অন্যদিকে, ঢাবি কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহমেদ ইশতিয়াক।

এর আগে, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগে ৩টি প্রভাষক পদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুসারে আবেদন জানান এস এম ফাইজুল হক ইশান নামের এক প্রার্থী। পরে সকল প্রক্রিয়া সমাপ্ত করে নিয়োগবোর্ড এস এম ফাইজুল হক ইশানসহ মোট ৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে। নিয়োগবোর্ডে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তাকে নিয়োগ না দেওয়ার প্রেক্ষিতে তিনি ২০১৮ সালে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আবেদনকারীকে ইশানকে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। বর্তমানে সে রুলটি বিচারাধীন রয়েছে।

এদিকে, রিট মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাজ বিজ্ঞান বিভাগের একটি প্রভাষক পদে নিয়োগের জন্য গত ২৬ ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে ওই নিয়োগ বিজ্ঞপ্তির সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক নিয়োগের অংশের কার্যক্রম স্থগিত চেয়ে পূর্বের রিটকারী গত ১১ জানুয়ারি হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একটি প্রভাষক পদের ওই নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম স্থগিতের আদেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা