X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিইসি’র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৪

হাইকোর্টের আদেশের পরও গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুর হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন জোনায়েদ সাকি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাকির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ মামলা দায়ের করেন।

এর আগে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়। ওই আবেদনের পর নির্বাচন কমিশন ২০১৮ সালের ১৯ জুন চিঠি পাঠিয়ে দলটির নিবন্ধন করা যাবে না মর্মে অবহিত করে। পরে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ সাকি উচ্চ আদালতে ২০১৮ সালে রিট দায়ের করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে রিট মামলাটি উচ্চ আদালত ২০১৯ সালের ১১ এপ্রিল মঞ্জুর করেন এবং রায় ও আদেশের অনুলিপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

পরে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে রায় ও আদেশের সত্যায়িত কপি যথাসময়ে নির্বাচন কমিশনে দাখিল করা হয় এবং আদালত থেকেও নিয়ম অনুযায়ী রায় ও আদেশের কপি ইসিতে পাঠানো হয়।

তবে আদালতের সুস্পষ্ট রায় ও নির্দেশ থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এরপর বিভিন্ন সময়ে এই রাজনৈতিক দলটির পক্ষে বারবার যোগাযোগ করা হলেও কোনও ফল না পাওয়ায় ২০২১ সালের ১০ অক্টোবর আইনজীবীর মাধ্যমে ইসি বরাবর আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়।

কিন্তু নোটিশ প্রাপ্তির দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ গ্রহণ না করায় পুনরায় গণসংহতি আন্দোলনের পক্ষে মো. জোনায়েদ সাকি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে মামলা দায়ের করলেন।

পরে জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংবিধানিকভাবে শপথ নিলেও নির্বাচন কমিশন দেশের স্বার্থে কাজ না করে সরকারের আজ্ঞাবহ হয়ে আছে। এমনকি আদালতের আদেশকে অবহেলা করে আমাদের রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়নি। এদিকে মেয়াদ শেষ হওয়ায় বিদায় নিতে যাচ্ছে তারা। তাই আমি মনে করি, সাংবিধানিক পদে থেকেও যারা আদালতের আদেশ প্রতিপালন করেন না, তাদের শাস্তি হওয়া উচিত। সে কারণেই বর্তমান সিইসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে আদালত অবমাননার মামলা করেছি। ’ 

 

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
বাজার সিন্ডিকেটের দায় বিরোধী দলের ওপর চাপাতে চায় সরকার, অভিযোগ জোনায়েদ সাকির
দুয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!