X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অগ্রাধিকার ভিত্তিতে কেবিন ক্রু ও পাইলটদের বুস্টার ডোজ চায় বিমান

চৌধুরী আকবর হোসেন
০৬ মার্চ ২০২২, ১৭:০৪আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৩:৫৮

সম্প্রতি পাইলট ও কেবিন ক্রুদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার হুটহাট করেই ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ  এয়ারলাইন্স। ফলে ভোগান্তি পড়ছেন এয়ারলাইন্সটির যাত্রীরা। পরিস্থিতি থেকে উত্তরণে পাইলটদের জরুরি ভিত্তিতে করোনার টিকার বুস্টার ডোজ দিতে উদ্যোগ নিয়ে বিমান। ইতোমধ্যে বিমানের পাইলট ও ক্রুদের তালিকা স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।

জানা গেছে, জরুরি ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  ৪৭৪ জন কেবিন ক্রু এবং ১৩৭ জন ককপিট ক্রুকে (পাইলট)- করোনা টিকার বুস্টার ডোজ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  স্বাস্থ্যসেবা বিভাগে চিঠি দেওয়া হয়েছে। এর আগে ২০ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের সচিব  মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিমান প্রতিমন্ত্রী ছাড়াও বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

বিমানের ক্রুদের  বুস্টার ডোজ গ্রহণ ১০০ ভাগ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে  যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, গেলো মাসে কমপক্ষে ৬০ পাইলট এবং  ৮০ জন কেবিন ক্রু  করোনায় আক্রান্ত হয়েছিলেন। ক্রমাগত পাইলট ও কেবিন ক্রুরা করোনা আক্রান্ত হওয়ায় পরিস্থিতি সামাল দিতে পারেনি বিমান।  সংক্রমণ বাড়ায়  ফ্লাইট বাতিল করছে বিমান। অনেক রুটে ফ্লাইট শিডিউল হুট করেই পরিবর্তন করা হয়। এতে ভোগান্তির মধ্যে পড়ে যাত্রীরা। অনেকেই দূরবর্তী শহর থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে বিমানবন্দরে  এসে জানতে পারেন ফ্লাইট বাতিল। নতুন শিডিউলে পেতেও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  অন্যদিকে পাইলট ও কেবিন ক্রুরা  করোনায় আক্রান্ত হলে তাদের চিকিৎসা ব্যয় নিজেদের বহন করতে হয়। অতিরিক্ত কাজের চাপ, করোনা আক্রান্ত হওয়াসহ নানা কারণে হতাশ মধ্য দিন পার করছেন ককপিট ক্রুরা।

এ বিষয়ে বিমানের মুখপাত্র ও উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, পাইলট ও ক্রুদের নামের তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। তবে ২য় ডোজ নেওয়ার ৬ মাস পরে বুস্টার নেওয়ার একটি বিধান আছে। যারা ৬ মাস আগে ২য় ডোজ নিয়েছেন তাদের বুস্টার দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

/এমআর/
সম্পর্কিত
বাংলাদেশ বিমানের ফ্লাইটকে স্বাগত জানিয়েছেন ইতালিপ্রবাসীরা
ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে ছাড়লো বিমান বাংলাদেশের ফ্লাইট
বিমানের টিকিট নিয়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন