X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘গণমাধ্যমে হাতেখড়ি’র মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৮:২৯আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৮:২৯

গণমাধ্যম, সংবাদ, সাংবাদিকতা, ব্র্যান্ডিং, বিজ্ঞাপন ও গণমাধ্যম ডিরেক্টরি নিয়ে ১৭৪ পৃষ্ঠার সংকলন ‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইটির মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে অমর একুশে বইমেলায় গ্রন্থ উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইয়ের লেখক প্রখ্যাত কৃষিবিদ, ফ্রিল্যান্স সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সালেহ মোহাম্মদ রশীদ অলক।

মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি বইটি সাংবাদিকতার জন্য সহায়ক হবে। এটি নতুনদের প্রেরণা দেবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই বইমেলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এই বইমেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানার আগ্রহ হোক, তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক, তাই হবে বইমেলার সফলতা।’

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘গণমাধ্যমে হাতেখড়ি গুরুত্বপূর্ণ একটি বই। আমি লেখকের সফলতা কামনা করি।’

বইটির লেখক সালেহ মোহাম্মদ রশীদ অলক বলেন, ‘সাংবাদিকতা, জনসংযোগ বা মিডিয়া মার্কেটিং পেশায় কেউ আসতে চাইলে তাকে সেই সম্পর্কিত নানা খুঁটিনাটি জানতে হয়। জনসংযোগ, ব্র্যান্ডিং ও বিজ্ঞাপন নিয়েও জানতে হয়। সেই গণমাধ্যম স্বাক্ষরতার (মিডিয়া লিটারেসি) জন্যই এই বই লেখার প্রয়াস।’

বইটিতে বাংলাদেশের শীর্ষ বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা, সকল টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও ও অনলাইন নিউজপোর্টালের ঠিকানা, প্রতিষ্ঠানভিত্তিক শীর্ষ কর্মকর্তাদের মোবাইল নম্বর, আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ, সাংবাদিকের কাজ, যোগ্যতা, ক্যারিয়ার, আয়, বিভিন্ন কোর্স, নিউজ প্রেজেন্টার ও আরজে পেশা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দফতর, ওয়েজবোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট— ইত্যাদি নিয়ে প্রাথমিক তথ্য আছে।

এ সবের পাশাপাশি বইটিতে সংবাদ লেখার নিয়ম, ফিচার, সম্প্রচার সাংবাদিকতার পরিভাষা, বিট রিপোর্টিং, সংবাদ বিজ্ঞপ্তি লেখা, সংবাদ সম্মেলন, খবরের প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদানের পদ্ধতি, মানহানি হলে আইনের আশ্রয়, ফৌজদারি আদালতে মানহানির মামলা, প্রেস কাউন্সিল-এ মামলা এবং বাক-স্বাধীনতা নিয়ে সংবিধানের ৩৯তম অনুচ্ছেদের বিবরণ আছে।

বইটির লেখক কৃষিবিদ রশীদ অলক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে বিএসসি অনার্স এবং ২০১৫ সালের মাস্টার্স শেষ করে ফ্রিল্যান্স সাংবাদিকতা ও ব্র্যান্ডিং এ মনোনিবেশ করেন।  তিনি ‘ব্রান্ডমার্ক অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশন’-এর স্বত্বাধিকারী। পাশাপাশি মিডিয়া কনসালটেন্ট হিসেবেও কাজ করছেন। ‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইটি প্রকাশ করেছ আল-হামরা প্রকাশনী। পাওয়া যাচ্ছে বইমেলায় ৫৭৯ নম্বর স্টলে।

/এআরআর/এফএ/
সম্পর্কিত
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন