X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবারের মেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি

ঢাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ২০:২৩আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০:২৯

করোনাভাইরাস মহামারির  কারণে বিলম্বে শুরু হওয়া অমর একুশে বইমেলা ৩১ দিন অতিক্রম করে আজ পর্দা নামলো। এবার মেলায় কম করে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) মেলার  শেষ দিন সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ তার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন। তবে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ দাবি করেন— এবারের মেলায় বিক্রির পরিমাণ শতকোটি টাকার মতো।

প্রতিবেদন উপস্থাপনকালে জালাল আহমেদ বলেন, ‘এবার বইমেলায় বাংলা একাডেমি এক কোটি ৩৫ লাখ টাকার বই বিক্রি করেছে। মেলায় সর্বমোট বই বিক্রি  হয়েছে কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকা। বাংলা একাডেমি মেলার শেষ দিকে এসে একটা জরিপ পরিচালনা করে থাকে। সেই জরিপের ভিত্তিতে  সর্বমোট বিক্রির তথ্য পাওয়া যায়। এই সংখ্যাটা নিশ্চিত না হলেও মোটামুটি একটি অঙ্ক আমরা দাঁড় করাতে পারি। তবে বিক্রির সংখ্যাটা এর চেয়ে কম নয়, বেশিই হবে।’

উল্লেখ্য, ২০২১ সালে করোনা মহামারির টালমাটাল অবস্থায় বইমেলায় বিক্রি হয়েছিল মাত্র তিন কোটি ১১ লাখ টাকা। তার আগের বছর ২০২০ সালে বইমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।  

বইমেলায় নতুন বইয়ের তথ্য তুলে ধরে জালাল আহমেদ বলেন, ‘বইমেলায় এবার ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে।  এগুলোর মধ্যে ৯০৯টি বই মানসম্মত। আমরা প্রতি বছর বাংলা একাডেমি থেকে একটি কমিটির মাধ্যমে কতটি বই মানসম্মত হয়, সেটি নির্ধারণ  করে থাকি। ২০২০ সালে ৪ হাজার ৯১৯টি বই প্রকাশিত হয়েছিল। ওই বছর মানসম্মত বই ছিল ৭৫১টি, শতকরা ১৫ শতাংশ ছিল মানসম্মত। এবার মোট প্রকাশিত বইয়ের ২৬ শতাংশ মানসম্মত। সুতরাং দেখা যাচ্ছে, ২০২০ সালের তুলনায় এবার ভালো মানসম্মত বই প্রকাশিত হয়েছে।’

শুভেচ্ছা ভাষণ প্রদান করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করেন ‘অমর একুশে বইমেলা ২০২২’-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসিম কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

স্বাগত ভাষণে মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘এবারের বইমেলা ছিল অত্যন্ত প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। পরিসর বৃদ্ধিসহ নানা উৎকর্ষ সাধনের মাধ্যমে মেলাকে সার্থক করে তোলার যথাসাধ্য চেষ্টা আমরা করেছি।’

প্রতিবেদন উপস্থাপন করে ড. জালাল আহমেদ বলেন, ‘বইমেলায় বাংলা একাডেমি-সহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। ২০২০ সালে বাংলা একাডেমি মোট ২ কোটি ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। এবার ১৬ মার্চ পর্যন্ত ৩০ দিনে বাংলা একাডেমি ১ কোটি ২৭ লাখ টাকার বই বিক্রি করেছে। ২০২১ সালে একাডেমি মাত্র ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। আজকের বিক্রির হিসাবে নিলে বাংলা একাডেমির মোট বিক্রি হবে কমপক্ষে ১ কোটি ৩৫ লাখ টাকা।’

২০২০ সমগ্র মেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এবার ১৬ মার্চ পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রি যুক্ত করলে বলা যায় যে, এবার কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।’

কে এম খালিদ বলেন, ‘বইমেলা এবার মূলত স্থগিত হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত হয়েই গিয়েছিল মেলা হবে না। আবার প্রকাশকদের ক্ষতির মধ্যে ফেলে দেই কিনা, সে চিন্তা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী আমাকে সরাসরি নির্দেশনা দেন ১৫ ফেব্রুয়ারি থেকে মেলার শুরু করার। বইমেলা শুরুর আগে করোনার ঊর্ধ্বগতি ছিল, কিন্তু শুরুর পর তা কমতে থাকে এবং শেষ দিকে এসে আজকে তিন দিন মৃত্যুর হার শূন্য। নানান আশা-আকাঙ্ক্ষা, উদ্দীপনার মধ্য দিয়ে এবারের বইমেলার সফল সমাপ্তি হয়েছে।’

এবারের বইমেলার বিক্রি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘যদিও ৫০ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলা হচ্ছে, কিন্তু আমার ধারণা— শতকোটি টাকার মতো বই বিক্রি হতে পারে। বেশি বললে হয়তো আয়কর বিভাগ এসে ধরে কিনা, সে ভয়ে তারা (প্রকাশকরা) কমিয়ে বলছেন। শুধু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এবারের বইমেলা আয়োজন সম্ভব হয়েছে। আমার পক্ষে এটি আয়োজন সম্ভব ছিল না।'

সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, ‘বইমেলা বাংলা একাডেমির একটি অসাধারণ দিগন্ত। বইমেলা জাতির প্রাণকে আলোকিত করে। প্রজন্মকে গড়ে ওঠার সুযোগ করে দেয়। সবকিছু মিলিয়ে বইমেলা বাঙালির জীবনে একটি অসাধারণ দিক। এই অসাধারণ দিককে ধারণ করে জাতি গঠনে অগ্রগামী ভূমিকা পালন করবে এটি আমাদের সকলের বিশ্বাসের জায়গা।  বইমেলাকে আমরা দিগন্ত বিদারী বিস্তার মনে করি। আমি অনেক জায়গায় বইমেলায় গিয়েছি এবং সবজায়গায় গিয়ে আমার মনে হয়েছে, বইয়ের কোনও সীমান্ত নেই, বই সীমান্ত অতিক্রম করে সব জায়গায় পৌঁছে যায়। আমরা বইমেলার সবটুকু ধারণ করে বাংলাদেশ, বাঙালি জাতিসত্তার অগ্রমানতা রক্ষা করবো।’

গুণীজন স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান

২০২১ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২২’, ২০২১ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা গ্রন্থ বিভাগে আবুল হাসনাত সম্পাদিত বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মারক প্রকাশের জন্য বেঙ্গল পাবলিকেশন্স, জালাল ফিরোজ রচিত লন্ডনে বঙ্গবন্ধুর একদিন গ্রন্থের জন্য জার্নিম্যান বুক্স এবং সৈয়দ আবুল মকসুদ রচিত নবাব সলিমুল্লাহ ও তাঁর সময় গ্রন্থের জন্য প্রথমা প্রকাশনকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২২’ প্রদান করা হয়। ২০২১ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য কথাপ্রকাশকে

‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২২’ প্রদান করা হয়। ২০২২ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে নবান্ন প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশন এবং পাঠক সমাবেশকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২২’ প্রদান করা হয়। অমর একুশে বইমেলা ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত সব প্রকাশককে ৫০ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

/এপিএইচ/
সম্পর্কিত
বইমেলা শেষ, কবে স্বরূপে ফিরবে সোহরাওয়ার্দী উদ্যান?
ব্রহ্মপুত্রপাড়ে পণ্ডিত বইমেলা, থাকবেন ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর সাহিত্যিক ও শিল্পী
সাঙ্গ হলো প্রাণের মেলা
সর্বশেষ খবর
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী