X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইয়াবা খেয়ে রাতভর ছিনতাই করতো ইউসুফ

নুরুজ্জামান লাবু
২৩ মার্চ ২০২২, ২১:৩০আপডেট : ২৩ মার্চ ২০২২, ২১:৩৬

বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। এক ভাই ইতালিতে থাকেন। আরেক ভাই বিবিএ পড়ছেন। পরিবারের অন্য সদস্যরাও সচ্ছল ও শিক্ষিত। কিন্তু আব্দুল্লাহ আল ইউসুফের পেশা ছিনতাই। ইয়াবায় আসক্ত ইউসুফের বিরুদ্ধে আছে একাধিক মাদক মামলাসহ ছিনতাই ও ডাকাতির মামলা। একাধিকবার জেলও খেটেছে সে। কিন্তু জামিনে বের হয়ে এসে আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়ায়।

একটি ডাকাতি মামলায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিম। জিজ্ঞাসাবাদে ইউসুফ জানিয়েছে, মরণনেশা ইয়াবায় আসক্ত হয়েই সে অপরাধ জগতে পা বাড়িয়েছে। এখন ইয়াবার টাকা জোগাড় করতে ও সহযোগী অপরাধী বন্ধুদের চাপে পড়েই নিয়মিত ডাকাতি-ছিনতাই করে বেড়ায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদত হোসেন সুমা বলেন, ‘একটি ডাকাতি মামলায় ইউসুফকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।’

জিজ্ঞাসাবাদে ইউসুফ জানায়, তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার বেজগাঁও এলাকায়। বাবা আব্দুর রহিম ছিলেন স্কুলশিক্ষক। অবসর নেওয়ার পর বর্তমানে তারা থাকেন যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায়। ইউসুফ ২০১২ সালে এইচএসসি পাস করে। তবে এরপর আর সে কোথাও ভর্তি হয়নি। স্থানীয় খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে শুরু করে ইয়াবা খাওয়া। একইসঙ্গে জড়িয়ে পড়ে বিএনপির রাজনীতির সঙ্গে। ২০১৮ সালে ২০ পিস ইয়াবাসহ একবার ডেমরা থানা পুলিশের হাতে ধরা পড়ে সে। প্রায় দেড় মাস জেলে থাকার পর স্বজনরা জামিনের মাধ্যমে তাকে কারাগার থেকে বের করে আনে। কিন্তু জেল থেকে বের হয়েও ইয়াবার নেশা ছাড়তে পারেনি। ২০১৯ সালে একটি রাজনৈতিক মামলায় নাম আসায় গ্রেফতার হয়ে আবারও কারাগারে যায়। একই সঙ্গে আরেকটি মাদক মামলাও হয় তার বিরুদ্ধে। সেবার সাড়ে তিন মাস জেলে থাকতে হয়েছিল তাকে।

জিজ্ঞাসাবাদে ইউসুফ জানায়, ২০১৯ সালে জেল থেকে বের হয়ে নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীতে নিটিং কারখানা ফারিয়া ফ্যাশনে চাকরি শুরু করে। কয়েক মাস চাকরি করার পর করোনার মহামারি ছড়িয়ে পড়ে। নিটিং কারখানাটি সাময়িক বন্ধ হয়ে গেলে আবারও স্থানীয় ‘খারাপ বন্ধু’দের সঙ্গে আড্ডা দিতে শুরু করে সে। শুরু হয় আবারও ইয়াবা খাওয়া। ইয়াবার টাকা জোগাড় করতে সহযোগীদের সঙ্গে শুরু করে ছিনতাই।

ইউসুফ জানায়, সম্প্রতি একজনের মাধ্যমে শামু নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। শামুর নেতৃত্বে তারা একসঙ্গে ইয়াবা খেতো আর প্রাইভেটকার ভাড়া নিয়ে রাতভর ছিনতাই করে বেড়াতো।

গোয়েন্দা পুলিশকে ইউসুফ জানায়, গত ২২ জানুয়ারি বিকালে শামু তাকে ফোন করে বিকাশে ২ হাজার টাকা পাঠিয়ে কয়েক পিস ইয়াবা নিয়ে তার সঙ্গে দেখা করতে বলে। সে ইয়াবা নিয়ে ফার্মগেটে শামুর সঙ্গে দেখা করে। শামু তাকে একটি প্রাইভেটকারে করে মোহাম্মদপুরের বছিলা নিয়ে যায়। সেখানে তারা এক আস্তানায় বসে ইয়াবা খায়। এরপর রাত ১২টার দিকে প্রাইভেটকার নিয়ে বের হয় ছিনতাইয়ের উদ্দেশে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে রামপুরায় গিয়ে এক রিকশাযাত্রীকে টার্গেট করে। ফাঁকা রাস্তায় ওই আরোহীকে চাপাতির ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা আর মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা যায় রাজারবাগের দিকে। সেখানে ফাঁকা সড়কে দুই ব্যক্তিকে একটি লাগেজ নিয়ে হাঁটতে দেখে। গাড়ি নিয়ে তাদের কাছে গিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লাগেজ ও মোবাইল ফোন কেড়ে নেয়। ওই লাগেজে তারা ৪৩ হাজার টাকা পেয়েছিল।

ইউসুফ জানায়, রাতভর ছিনতাইয়ের পর শামু তাকে ৫ হাজার টাকা দেয়। সেই টাকা নিয়ে মাতুয়াইলের বাসায় চলে যায়। এর কয়েক দিনের মধ্যেই গোয়েন্দা পুলিশের আরেকটি দল তাকে গ্রেফতার করে। ইউসুফের ভাষ্য, অপরাধ জগতটা এমন যে একবার এই জগতে ঢুকে পড়লে বের হওয়া কঠিন। তার জন্য স্বজনরা মুখ দেখাতে পারেন না। কিন্তু জেলে তাকে সহযোগীরা বলেছে— বাইরে বের হয়ে যদি তাদের সঙ্গে যোগাযোগ বা কাজ না করে, তবে তারা যেসব মামলায় ফাঁসবে, প্রত্যেকটিতে ইউসুফের নামও বলবে।

গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, অপরাধ জগতে যারা সিন্ডিকেট চালায়, তারা অনেক সময় সদস্যদের নিয়ন্ত্রণে রাখতে নানান হুমকি-ধমকি দেয়। এছাড়া কোনও একটি মামলায় গ্রেফতার হলে উদ্দেশ্যমূলক অনেকের নাম বলে। পিসিপিআর বা আগের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড বা মামলা থাকলে অভিযানিক দলের সদস্যরা মামলায় তার নামও লিখে দেয়। পরবর্তী সময়ে হয়তো তদন্তে তার সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু নতুন মামলার ভয়ে কিংবা অভ্যাসগত কারণে অপরাধীরা জেল থেকে বের হয়ে বারবার একই অপরাধে সম্পৃক্ত হচ্ছে।

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
পুলিশের পোশাকে মাইক্রোবাস থেকে নেমেই ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
৯৯৯-এ কলের পর দুই ছিনতাইকারী গ্রেফতার
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়