X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্রাসেলসে একাত্তরের গণহত্যার গল্প শোনালেন রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২২, ২১:০৬আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২১:০৬

১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে সংঘটিত নৃশংস গণহত্যার গল্প শোনালেন ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। বৃহস্পতিবার (৩১ মার্চ) ব্রাসেলসের একটি হোটেলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, ইইউ সংসদ সদস্য, ওই দেশের কূটনীতিক, থিংক-ট্যাংকের সদস্য, শিক্ষাবিদ ও মিডিয়া প্রতিনিধিদের উপস্থিতিতে সবাইকে বাংলাদেশের চরম আত্মত্যাগ এবং পাকিস্তানি বাহিনীর নৃশংসতার বর্ণনা দেন তিনি।

শুক্রবার (১ এপ্রিল) দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ থেকে শুরু করে  বর্তমানে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতির বর্ণনাও দেন রাষ্ট্রদূত। পদ্মা ব্রিজ, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বিভিন্ন মেগা প্রকল্পের বিষয়ে সবাইকে অবহিত করেন। বাংলাদেশের শান্তি-কেন্দ্রিক এবং মানবিক পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রাষ্ট্রদূত সালেহ বলেন, ‘সারা বিশ্বের সম্মান অর্জন করতে পেরেছে বাংলাদেশ এবং দেশটি অন্য সবাইকে সম্মান জানায়।’

বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জেরোন কোরেমান অনুষ্ঠানে বলেন, ‘দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের সফর হবে। এজন্য বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী মেরইয়ামে কিটি এপ্রিলের শেষে ঢাকা সফর করবেন।’

তিনি বলেন, ‘উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য ও ওষুধ, জ্ঞান হস্তান্তর, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য অনেক ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতা অব্যহত রাখবে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহী ইইউ
ব্রাসেলসে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা