X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
স্বর্ণ লুট

জয়পুরহাটের ব্যাংক ডাকাতরাই কচুক্ষেতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৬:২৫আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৭:১৫

২০১৪ সালে জয়পুরহাটে যে চক্রটি ব্র্যাক ব্যাংকের ভল্টে ডাকাতি করেছিল, তারাই রাজধানীর কচুক্ষেতে স্বর্ণের দোকানে ডাকাতি করেছে। ব্যাংকে ডাকাতির ঘটনায় তিন বছর সাজা ভোগ করে আবার ডাকাতিতে জড়ায় তারা।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

গত ৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কচুক্ষেতের রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্স থেকে প্রায় ৩০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় এরা। জুয়েলার্সের মালিক আবুল কালাম ভূঁইয়া ভাসানটেক থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার এক মাস পর ৪ এপ্রিল র‌্যাব-৪ মুন্সীগঞ্জ ও বরিশালে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মো. কাউসার হোসেন ওরফে বাচ্চু মাস্টার (৪২), তার সহযোগী মো. রাজা মিয়া (৫৪) ও মো. মাসুদ খানকে (৪২) গ্রেফতার করে।

জয়পুরহাটের ব্যাংক ডাকাতরাই কচুক্ষেতে

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুটকৃত ১৯.৭০ গ্রাম স্বর্ণ ও নগদ তিন লাখ ২৯ হাজার টাকা।

২০১৪ সালে ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখার ভল্ট ভেঙে এক কোটি ৯৫ লাখ টাকা লুট করে এই চক্র। ওই সময় তারা ব্যাংকের পাশের একটি কক্ষ এনজিও’র নামে ভাড়া নেয়। এরপর দেয়াল কেটে সুড়ঙ্গ করে ভল্টে ঢুকে টাকা লুট করে পালিয়ে যায়।

পরে র‌্যাবের অভিযানে রাজা মিয়াসহ সাত জন গ্রেফতার হয়। ওই ঘটনায় রাজা মিয়া তিন বছর কারাভোগ করে।

একই কায়দায় ওই চক্রের সদস্যরা ২০১৮ সালে সিদ্ধিরগঞ্জে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি করে ৪৫৫ ভরি স্বর্ণ ও দুই লাখ টাকা লুট করে। র‌্যাবের অভিযানে যথারীতি তারা তিন জন গ্রেফতার হয় এবং কারাভোগ করে। জামিনে বের হয়ে ফের ডাকাতিতে নামে তারা।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা ২০২০ সালে ডেমরার হাজী হোসেন প্লাজায় স্বর্ণের দোকানে ডাকাতি করে ২৩০ ভরি স্বর্ণ ও দেড় লাখ টাকা লুট করেছিল।

ওই ঘটনার দুই মাস আগে এই চক্রের তিন সদস্য মিথ্যা পরিচয়ে একটি সিকিউরিটি কোম্পানির হয়ে মার্কেটের নিরাপত্তাকর্মী হিসেবে যোগ দেয়।

র‌্যাব জানিয়েছে, চক্রটির সদস্যরা ঘুরে ঘুরে দোকান, মার্কেট, ব্যাংক ও বড় শিল্প প্রতিষ্ঠান টার্গেট করে। এরপর সেসব প্রতিষ্ঠানে কাজ নেয়। এ সময় তারা জাল জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ ও ভুয়া ঠিকানা দেয়। এরপর সংঘবদ্ধভাবে ডাকাতি করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত কাউসার রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা মার্কেটে স্বর্ণ লুটের পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দেড় মাস আগে ভুয়া পরিচয়ে একটি দোকান ভাড়া নেয়।

ভাড়াকৃত দোকানটিতে নামসর্বস্ব মালামাল রেখে কৌশলে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম মজুত করে। এরপর ৪ ফেব্রুয়ারি ডাকাতি করে সবাই মিলে।

গ্রেফতারকৃত মাসুদ মার্কেটের অন্য নিরাপত্তাকর্মীদের কৌশলে চেতনানাশক সেবন করিয়ে অজ্ঞান করে।

গ্রেফতারকৃতরা আরও জানায়, ঘটনার দিন সকালেই তারা লুট করা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ভাগাভাগি করে গ্রামের বাড়ি চলে যায়।

চক্রের মূলহোতা গ্রেফতারকৃত রাজা মিয়া তালা ভাঙার বিষয়ে দক্ষ বলে জানা গেছে। বিপুল পরিমাণ লুটপাট চালালেও সন্দেহ এড়াতে তারা সবাই চলতো সাধারণ বেশে।

গ্রেফতার হওয়া কাউসার হোসেন মাধ্যমিক সম্পন্ন করে একটি চাকরিতে যোগ দেয়। ২০০৯ সাল থেকে ঢাকায় এক আইনজীবীর অফিস সহকারী হিসেবে কাজ শুরু করে।

২০১৮ সালে মামলা সংক্রান্ত বিষয়ে সংঘবদ্ধ ডাকাতি ও স্বর্ণালংকার লুট চক্রের এক সদস্য আদালতে এলে তার সঙ্গে কাউসারের পরিচয় হয়। পরে বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের।

২০১৮ সালে সিদ্ধিরগঞ্জে লুটে অংশগ্রহণের মাধ্যমে সে অপরাধ জগতে প্রবেশ করে। পরে র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে কারাবরণ করে। বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন এবং ভুয়া কাগজপত্র তৈরিতে সিদ্ধহস্ত বলে চক্রের বাকিরা কাউসার হোসেনকে ডাকতো ‘মাস্টার’ বলে।

/এআরআর/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ধ্রুব এষ হাসপাতালে
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
সর্বশেষ খবর
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী