X
বুধবার, ০৬ জুলাই ২০২২
২১ আষাঢ় ১৪২৯

পর্যটনের উন্নয়নে শ্রীলঙ্কার অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯:১৮

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান বলেছেন, ‘দেশের সেবা ও উৎপাদন খাত বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়, যেখানে শ্রীলঙ্কার উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসতে পারেন।’

মঙ্গলবার (৫ এপ্রিল) ডিসিসিআই গুলশান সেন্টারে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরতের সঙ্গে সাক্ষাৎকালে ডিসিসিআই’র সভাপতি এ কথা বলেন।

তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৬৫.০৪ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ১১৭.৭২ এবং ৪৭.৩২ মিলিয়ন মার্কিন ডলার।

রিজওয়ান রাহমান উল্লেখ করেন, ‘বাংলাদেশ ওষুধ, তৈরি পোষাক এবং কৃষিকাজে ব্যবহৃত বীজসহ প্রভৃতি পণ্য শ্রীলঙ্কায় রফতানি করে। বিপরীতে মেশিনারিজ, টেক্সটাইল পণ্য, কেমিক্যাল, খনিজ পদার্থসহ প্রভৃতি পণ্য আমদানি করে থাকে।’

দুদেশের বাণিজ্য আরও সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সেই সঙ্গে তথ্যপ্রযুক্তি, আউটসোর্সিং, সমুদ্রঅর্থনীতি, পর্যটন ও ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ বিনিয়োগের প্রস্তাব করেন।  

শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরতে বলেন, ‘বাংলাদেশের সমুদ্র অর্থনীতি ও পর্যটন খাত অত্যন্ত সম্ভাবনাময়। এ দুটি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে শ্রীলঙ্কার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

এ লক্ষে দুদেশের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে     ‘অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি (পিটিএ)’ সইয়ের কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি আশা করেন, অল্প সময়ের দুদেশ পিটিএ সই করবে, যাতে ভবিষ্যতে এফটিএ সইয়ের সম্ভাবনা তৈরি হবে। আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য এক বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।

হাইকমিশনার বাংলাদেশের উদ্যোক্তাদের পর্যটন, কৃষি, জাহাজ নির্মাণ এবং লজেস্টিক খাতে শ্রীলঙ্কায় বিনিয়োগের আহ্বান জানান।    

এ সময় ছিলেন ঢাকা চেম্বারের সহ-সভাপতি আরমান হক এবং শ্রীলঙ্কান দূতাবাসের ফাস্ট সেক্রেটারি (কমার্শিয়াল) শ্রমালী জয়ারাতে।

জিএম/আরকে/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ভিজিএফের চালে পাথর, সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ
ভিজিএফের চালে পাথর, সুবিধাভোগীদের মাঝে ক্ষোভ
এডিট করা ছবি ভাইরালের হুমকি, যুবকের ৮ বছর জেল
এডিট করা ছবি ভাইরালের হুমকি, যুবকের ৮ বছর জেল
গরু ব্যবসায়ীদের ৩০ লাখ টাকা ও ১০টি গরু ডাকাতি
গরু ব্যবসায়ীদের ৩০ লাখ টাকা ও ১০টি গরু ডাকাতি
হাটে ছাগল আছে ক্রেতা নেই
হাটে ছাগল আছে ক্রেতা নেই
এ বিভাগের সর্বশেষ
ঈদে কক্সবাজারের পর্যটকদের জন্য টুরিস্ট পুলিশের পরামর্শ
ঈদে কক্সবাজারের পর্যটকদের জন্য টুরিস্ট পুলিশের পরামর্শ
আগের চেয়েও প্রাণবন্ত রমনা পার্ক
আগের চেয়েও প্রাণবন্ত রমনা পার্ক
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২ জুন, চলবে তিনদিন
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২ জুন, চলবে তিনদিন
পর্যটনে ব্যর্থ হলে এসডিজি অর্জনও ব্যাহত হবে: এফবিসিসিআই
পর্যটনে ব্যর্থ হলে এসডিজি অর্জনও ব্যাহত হবে: এফবিসিসিআই
ঢাকা ট্রাভেল মার্ট শুরু হচ্ছে ২ জুন
ঢাকা ট্রাভেল মার্ট শুরু হচ্ছে ২ জুন