X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিউমার্কেট এলাকার সংঘর্ষ ‘কুল ডাউন’ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৪:০৭আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:০৪

দীর্ঘ সময় ধরে চলা নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ আর ‘কিছুক্ষণের মধ্যে’ থামবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুল ডাউন হবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।’

মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে সারা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, একটা ছোটো-খাটো ঘটনা নিয়ে তর্কাতর্কি-মারামারি পর্যায়ে চলে আসছে। আমরা দেখছি, সহিংসতা হয়েছে। ইট-পাটকেল ছোড়াছুড়ি দেখছি, আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলো লক্ষ্য করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা শুনলাম ইট-পাটকেল ছোড়াছুড়িতে অনেকেই আহত হয়েছেন। সাংবাদিক আহত হওয়ার কথাও শুনেছি। ছাত্র এবং ব্যবসায়ীদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গিয়েছেন। আমাদের পুলিশ কমিশনার সাহেব, আইজি সাহেব তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। সবকিছুর ওপর নজর রেখেই চরম ধৈর্যের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে, আইজি সাহেব তদারকি করছেন।’

রাতের সংঘর্ষের সময় তৎপর হলেও সকালে নতুন করে সংঘর্ষ শুরু হলে পুলিশ ততটা উদ্যোগী ছিল না— নিউমার্কেটের ব্যবসায়ীদের এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা মেটোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশ সফট আচরণ করছে। সাধারণভাবে গুলি করে শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বুদ্ধির কাজ না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘ছাত্রদের মোকাবিলা করার সময় আমাদের বেশকিছু সাবধানতা অবলম্বন করা লাগে। এটা সাধারণ বা মাস (গণ) কোনও গ্যাদারিং না যে, গুলি করে তাদের সরিয়ে দিলাম। ছাত্ররা তাদের ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করছে।’

পুলিশ কমিশনার বলেন, ‘আমরা ব্যবসায়ীদের বুঝিয়ে মার্কেটে ঢোকানোর চেষ্টা করছি। আইজিপিও কথা বলেছেন ডিসির সঙ্গে। আমাদের মূল লক্ষ্য হলো— একটা পক্ষকে নিবৃত্ত করা। কিন্তু আশপাশের সব শ্রমিক (ব্যবসায়ী) নেমে পড়েছেন। এখান থেকে ঘটনাটা যত সহজ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে ঘটনাটা জটিল অবস্থা ধারণ করেছে। এখানে শুধু নিউমার্কেট না, চারপাশের সব মার্কেটের লোকজন বা শ্রমিকরা নেমে পড়েছেন, যেখান থেকেই খবর পাচ্ছি সেখানেই পুলিশ পাঠাচ্ছি।’

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আগামী দুএকদিনের মধ্যে ঢাকার যানজট কিছুটা কমে আসবে। এজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদে যানজট যাতে না হয়, সেজন্য হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশ, সড়ক বিভাগ কাজ করবে। রাস্তার খানাখন্দ ঈদের আগেই ঠিক করা হবে।’

ঈদুল ফিতরে সারাদেশের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনৈতিক পাড়ায় পুলিশি টহল জোরদার করা হবে।‘

এসময় পোশাক কারখানা ছুটির বিষয়েও কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। ৬০ লাখ শ্রমিক ঈদে ঢাকা ছাড়বে। বেতন ভাতা সময়মতো দেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে।’

আর সড়কে শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাস, ট্রেন এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বঙ্গবন্ধুর আহ্বানেই আমরা প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট