X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সহস্রাধিক চোরাই মোবাইল-ট্যাব-ল্যাপটপ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ১৩:৩১আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৩:৩১

ছিনতাই, চোরাই ও আইএমইআই নম্বর পরিবর্তন করা ১ হাজারেরও বেশি দেশি-বিদেশি মোবাইল, ট্যাব ও লাপটপ উদ্ধার করেছে র‌্যাব ৩। সেই সঙ্গে বিশেষ এই অভিযানে অর্ধশতাধিক বিভিন্ন বয়সী অভিযুক্তকে গ্রেফতার করেছেন তারা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, পবিত্র ঈদকে কেন্দ্র করে কয়েকটি মোবাইল চুরি ও ছিনতাই চক্র ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মোবাইল কেনা-বেচার বাণিজ্য নিয়ে তৎপর হয়েছে। এসব মোবাইল বিভিন্ন মার্কেটের সামনে ভাসমান দোকানে গোপনে বিক্রি করছিল তারা। ছিনতাই চক্র ঢাকায় বিভিন্ন স্থান থেকে চুরি এবং ছিনতাই করা মোবাইল সুকৌশলে নানা সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে কেনা-বেচায় জড়িত।’

মোবাইল চোর ও ছিনতাই চক্রের কয়েকজন

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যার পর থেকে র‌্যাব-৩ এর সাতটি আভিযানিক দল রাজধানীর লালবাগ, সিদ্ধিরগঞ্জ, পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, মতিঝিল, খিলগাঁও, হাতিরঝিল, ওয়ারীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাকারবারী চক্রের অন্তত ৬২ জনকে গ্রেফতার করে।

এসময় আসামিদের নিকট হতে ট্যাব ৩০টি, টাচ মোবাইল ৭১৭টি, বাটন মোবাইল ৭৯৩টি, ল্যাপটপ (নতুন) ২৮টি এবং নগদ ৫৫ হাজার ৬৪৭ টাকা উদ্ধার করা হয় বলেও জানান আরিফ মহিউদ্দিন আহমেদ।

রাজধানীতে সহস্রাধিক চোরাই মোবাইল-ট্যাব-ল্যাপটপ উদ্ধার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মূলত ছিনতাই বা চোরাইকৃত মোবাইল ফোনসমূহ অল্প দামে ক্রয় করে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করে।

এসব এলাকায় অন্তত ২০টিরও বেশি মুঠোফোন ছিনতাইকারী চক্র রয়েছে। চুরি এবং ছিনতাই হওয়া মোবাইল সমূহের আইএমইআই নম্বরগুলো পরিবর্তিত হয়ে বিভিন্ন সিন্ডিকেট চক্রের যোগসাজশে বিভিন্ন মার্কেটের সামনে গোপনে বিক্রি করা হয়ে থাকে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
ফলের আড়তের লকার ভেঙে ১ কোটি ৮০ লাখ টাকা চুরি
ঈদে ফাঁকা বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরি, নিয়ে গেলো ফ্রিজের মাছ-মাংসও
কাওরান বাজারে ৭১ টিভির গাড়িতে ছিনতাইকারীদের হামলা
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া