X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের ‘নলেজ পার্টনার’ হতে চায় দিল্লি আইআইটি 

রঞ্জন বসু, দিল্লি 
২৮ এপ্রিল ২০২২, ০৬:০১আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১০:২১

প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ভারতের প্রিমিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান দিল্লি আইআইটি-র (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিস) সঙ্গে তথ্য-প্রযুক্তির বিভিন্ন খাতে পার্টনারশিপ শুরু করতে চলেছে বাংলাদেশ। ভারতে সফররত বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক রঞ্জন ব্যানার্জির আলোচনার সময় এ বিষয়গুলো চূড়ান্ত হয়েছে।

জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার (২৬ এপ্রিল) দিল্লিতে আইআইটি-র ক্যাম্পাস পরিদর্শন করেন এবং সেখানকার অ্যাসিস্টেক ল্যাব, ন্যানোস্কেল রিসার্চ ফেসিলিটির মতো বিভিন্ন বিশ্ব মানের ল্যাবরেটরিগুলো ঘুরে দেখেন। পরে ওই প্রতিষ্ঠানের বাঙালি কর্মকর্তা রঞ্জন ব্যানার্জির সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ সরকারের তরফ থেকে কিছু নির্দিষ্ট প্রস্তাব পেশ করেন। 

তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাব দেন। যার মধ্যে রয়েছে- বাংলাদেশের ছাত্র-যুব, ফ্যাকাল্টি, শিল্পোদ্যোগী ও ইনোভেটরদের জন্য আইআইটি যেন কিছু ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ তৈরি করে, যাতে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে ‘নলেজ শেয়ারিং’ করতে পারেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স), স্পেশাল রোবোটিক্স, মাইক্রোপ্রসেসর চিপ ডিজাইন ও সাইবার সিকিওরিটি-র ক্ষেত্রে বাংলাদেশ এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে বেশি আগ্রহী বলেও জানান প্রতিমন্ত্রী।

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের ‘নলেজ পার্টনার’ হতে চায় দিল্লি আইআইটি 

এসময় ইনোভেশন, রিসার্চ ও এন্ট্রাপ্রেনরশিপের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে দিল্লি আইআইটি-র একটি এমওইউ (মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) বা সমঝোতাপত্র সই করারও প্রস্তাব দেন জুনাইদ আহমেদ পলক। 

বাংলাদেশের এসব প্রস্তাব কার্যত লুফে নিয়ে দিল্লি আইআইটি জানিয়েছে, তারা সে দেশের তথ্যপ্রযুক্তি শিল্প ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ‘নলেজ পার্টনার’ হয়ে উঠতে খুবই আগ্রহী। প্রতিষ্ঠানটির পরিচালক রঞ্জন ব্যানার্জি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের রিসার্চ ফেসিলিটি ও ইনকিউবেশন মডেলগুলো কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের আইটি ইকোসিস্টেমে অবদান রাখার জন্য খুবই উৎসুক।’ 

সংশ্লিষ্টরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে আইটি খাতের ছাত্র-গবেষক-ইনোভেটররা নিয়মিতভাবে দিল্লি আইআইটিতে আসার সুযোগ পাবেন।

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের ‘নলেজ পার্টনার’ হতে চায় দিল্লি আইআইটি 

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী একই দিনে সফর করেছেন ভারতের টেক ইন্ডাস্ট্রির প্রধান ‘চেম্বার অব কমার্স’ বলে পরিচিত ন্যাসকমের দফতরেও। পরে তিনি আলাদাভাবে দেখা করেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী (যিনি আবার সাবেক একজন আমলা ও টেকনোক্র্যাট-ও) অশ্বিনী বৈষ্ণাও-য়ের সঙ্গেও। সেই সাক্ষাতের একাধিক ছবি পোস্ট করে অশ্বিনী বৈষ্ণাও টুইট করেছেন, ‘বাংলাদেশে গিয়ে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, বিগ ডেটা ও আইটি এনেবেলড সার্ভিস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সব ঘোষণা করেছিলেন, তার ফলো-আপ নিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হলো।’ 

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের ‘নলেজ পার্টনার’ হতে চায় দিল্লি আইআইটি 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘রাইসিনা ডায়ালগ’ নামে যে বার্ষিক কূটনৈতিক সংলাপের আয়োজন করে থাকে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জুনাইদ আহমেদ পলক দিল্লিতে তার কয়েকটি অধিবেশনেও যোগ দিচ্ছেন।

/ইউএস/এমএস/
সম্পর্কিত
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক