X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আজ ঢাকা ছাড়ছেন শ্রমজীবী মানুষেরা

আমানুর রহমান রনি
০১ মে ২০২২, ১৮:২৮আপডেট : ০১ মে ২০২২, ২২:৩১

পরিবারের সঙ্গে ঈদ করতে শ্রমজীবী মানুষেরা আজ রবিবার (১ মে) ঢাকা ছাড়তে শুরু করেছেন। রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালের সামনে দাঁড়িয়ে যে যেভাবে পারছেন, সেভাবেই বিভিন্ন পরিবহনে উঠে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন।

রবিবার (১ মে) বিকাল থেকে রাজধানীর কমলাপুর, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও চিটাগাং রোডে সরেজমিন দেখা গেছে, মানুষ বিভিন্ন বাহনে করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। কেউ আন্তজেলা বাসে, কেউ ট্রাকে, আবার কেউ কাভার্ডভ্যানেও যাচ্ছেন।

এসব মানুষের মধ্যে বেশিরভাগ দিনমজুর, রিকশা শ্রমিক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক রয়েছেন। যারা মূলত প্রতিবছর ঈদের শেষ মুহূর্ত পর্যন্ত কিছু উপার্জন বাড়ানোর জন্য ঢাকায় থাকেন। কাল বাদে পরশু ঈদ। এবার তাদের গ্রামে যাবার পালা।

গাবতলী বাস টার্মিনালে রবিবার বিকালে কথা হয় সেকান্দার নামে একজন রাজমিস্ত্রির সঙ্গে। তার বাড়ি ঝিনাইদহ। তারা তিন জন মিলে বাড়ি যাচ্ছেন। সবাই নির্মাণ শ্রমিক। কোনও বাসে আগে থেকে টিকিট কাটা নেই। তারা বাসের জন্য অপেক্ষা করছেন।

কীভাবে যাবেন? জানতে চাইলে নির্মাণ শ্রমিক সেকান্দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কোনও টেনশন নেই। একটা চাকা পাইলেই উঠে পড়বো। আমাদের কোনও সিট লাগে না।’

আজ ঢাকা ছাড়ছেন শ্রমজীবী মানুষেরা

মূলত এসব মানুষ নিজ নিজ এলাকায় যাওয়া খালি ট্রাকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন সড়ক ও টার্মিনালে।  খালি ট্রাকগুলো ঢাকা ছাড়ার সময় যাত্রী তুলে নিয়ে যায়।

গাবতলীতে আজও  যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। পোশাক কারখানা ছুটি হওয়ায় বিকালের পর কিছুটা যাত্রী বাড়লেও তা উদ্বেগ করার মতো নয়।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, জামালপুর,নেত্রকোনাসহ বেশ কয়েকটি বাসে তাৎক্ষণিক যাত্রী নিয়ে রওনা দিতে দেখা গেছে।  ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে এই টার্মিনাল থেকেই বেশি মানুষ গ্রামে ফিরছেন। তবে যারা আগেভাগে টিকিট কেটেছেন, তারা এখানে এসে কিছুটা ঝামেলায় পড়েছেন। কারণ, গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত পুরোটাই যানজট লেগে আছে। বাস আসতে দেরি হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকে সকাল ৬টা থেকে এসে বাসের জন্য অপেক্ষা করছেন।

ঢাকা মহানগরের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল সায়েদাবাদ। এই টার্মিনাল থেকেও শ্রমজীবী মানুষরা গ্রামে যাচ্ছেন। তবে সেখানে তেমন ভিড় নেই। এছাড়া মতিঝিল, মোহাম্মদপুর, যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকার মানুষদের বাস ভাড়া করে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

আজ ঢাকা ছাড়ছেন শ্রমজীবী মানুষেরা কমলাপুর রেল স্টেশনে শ্রমজীবী মানুষেরা টিকিট না পেয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন। সৈকত নামে এক শ্রমিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিকিট নেই, বাড়িতে যেতে হবে। তাই জায়গা না পেলে ট্রেনের ছাদেই যাবো।’

সৈকতের গ্রামের বাড়ি দিনাজপুর। দীর্ঘ এই পথে তিনি ট্রেনের ছাদে বসে যাবার উদ্দেশে কমলাপুরে এসেছেন। ঝুঁকিপূর্ণ এই যাত্রায় তার মাঝে কোনও আতঙ্ক দেখা যায়নি, বরং চোখে-মুখে বাড়ি ফেরার আনন্দ দৃশ্যমান।

মানুষের এমন দুর্ভোগের যাত্রায় জীবনের নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবসময় সরকারের কাছে নিরাপদ যাত্রী সেবার দাবি জানিয়ে আসছি, তবে সেটা পাচ্ছি না। ঈদে সেটা আরও ভয়ানক রূপ নেয়।’

ছবি: নাসিরুল ইসলাম

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঈদে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ড ভ্যান
ব্রাজিলে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে নিহত ২৫
বাবার জন্য ভোট চাইতে লন্ডন থেকে মানিকগঞ্জে ইলমা
সর্বশেষ খবর
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ