X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পথে পথে ‘জাকাত প্রত্যাশীরা’

জুবায়ের আহমেদ
০২ মে ২০২২, ১৬:৫১আপডেট : ০২ মে ২০২২, ১৮:২৪

‘এইবার আমার কপালে কোনও জাকাত জুটে নাই। গতবার কমবেশি পাইছিলাম, এইবার একটা লুঙ্গিও পাই নাই। পরে হাউস কইরা ২৩০ টাকা দিয়া নিজেই একটি লুঙ্গি কিনছি।' — বলছিলেন মিরপুরের শাহ আলী মাজারের সামনে অপেক্ষারত ভিক্ষুক আব্দুর রহমান। একই রকম অভিজ্ঞতার কথা জানালেন তার পাশে বসে থাকা আরেক ভিখারি কাঞ্চনা। তার ভাষ্য, ‘এবছর মানুষজন আগের মতো দান করছে না’।

রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদের সামনে অপেক্ষমাণ ভিক্ষুক, ছিন্নমূল মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অন্যান্য বছরের ঈদের তুলনায় জাকাত, ফিতরা কিংবা দান অনেক কম পাচ্ছেন।

মিরপুর ২ নম্বরের বড়বাগ মসজিদের সামনে অপেক্ষমাণ রাশেদা খাতুন নামে একজন বলেন, ‘মসজিদে যারা নামাজ পড়তে আসেন তারা হয়তো ১০-২০ টাকা দেয়। যাকাতের টাকা পায় এলাকার নিয়মিত ভিখারিরা, যারা বাসায় গিয়ে গিয়ে ভিক্ষা সংগ্রহ করে। তারা গিয়ে জাকাতের টাকা চাইলে হয়তো ১০০-২০০ করে দেয়।’ তবে তিনি নিজে এখন পর্যন্ত জাকাতের কোনও টাকা কিংবা শাড়ি পাননি বলে দাবি করেন।

আবার অনেকে মসজিদের সামনে দাঁড়ানোর চাইতে স্থানীয় গলি বা বাজারগুলোতে ঘোরাঘুরিতেই বেশি লাভ খুঁজে পান। সেখানে তারা ভিক্ষা চাওয়ার পাশাপাশি সুরে সুরে জাকাত-ফিতরার কথাও মনে করিয়ে দেন দানকারীদের।

পথে পথে ‘জাকাত প্রত্যাশীরা’

গতবারের মতো জাকাতের অর্থ না পেলেও কিছুটা পেয়েছেন বলে জানালেন শুক্রাবাদ এলাকার প্রায় ৬০ বয়সী মাজেদা বেগম। তিনি বলেন, 'জানা-শোনা লোকেরা জাকাত হিসেবে ৫০০ টাকা করে দেয়। আর রাস্তায় অচেনারাও জাকাতের টাকা বইলা দেয়। তবে এইবার কম লোকে জাকাত দিতাছে।'

এই জাকাত না পাওয়া নিয়ে অনেক ভিখারি আবার ঠাট্টা করে বলছেন, ‘গতবার করোনার ভয় ছিলো তাই দিছে। এইবার ভয় কেটে গেছে তাই আর দিচ্ছে না।’

তবে ভাসমান এই ভিক্ষুকদের এমন দাবি ঢালাওভাবে সত্য নয় বলেও মনে করেন অনেকেই। গণমাধ্যমকর্মী শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবছর ঘটা করে জাকাত দেওয়া নিয়ে নানান দুর্ঘটনা এবং জাকাতের উদ্দেশ্যে দেওয়া নিম্নমানের কাপড় নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এসব বিষয় ধর্মীয় নেতারাও নিষেধ করেন। তাই এভাবে জাকাত দেওয়া কিছুটা কমছে। তবে অনেকেই গ্রামে ও নিজ এলাকায় নগদ অর্থ দিয়ে জাকাত আদায় করছেন।’

জাকাত ও ফিতরার পরিমাণ

ইসলামী নিয়মানুযায়ী সম্পদের বা অর্থের জাকাত ওই অর্থের শতকরা আইড়াই টাকা করে প্রদান করতে হবে। অর্থাৎ এক লক্ষ টাকার জাকাত আসবে আড়াই শতাংশ হিসেবে ২৫০০ টাকা।

এছাড়া স্বর্ণের উপর জাকাত দেওয়ার ক্ষেত্রে ২০ দিনারের উপরে স্বর্ণ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এখানে ১ দিনারে স্বর্ণ থাকে ৪ দশমিক ২৫ গ্রাম। অতএব ২০ দিনারে স্বর্ণ হবে ৮৫ গ্রাম। আর এক ভরি সমান হচ্ছে ১১ দশমিক ৬৬ গ্রাম স্বর্ণ।

এছাড়াও নগদ গচ্ছিত অর্থ, মূল্যবান ধাতু, ব্যবসায়ী লভ্যাংশ, প্রাইজবন্ড, শেয়ার মার্কেটের হিসেবাও জাকাত দেয়া হয়।

এ বছর জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ