X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ম্যাডিসন স্কয়ার যেন এক টুকরো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ মে ২০২২, ১০:২৯আপডেট : ০৭ মে ২০২২, ১১:২৮

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন; ইনডোর ঘরানার বিভিন্ন আয়োজনের ভেন্যু হিসেবে বিশ্বব্যাপী পরিচিত নাম। এর অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া ইতিহাসে চোখ বুলালেও একটা লাইনে এসে চোখ পড়বে, যেখানে লেখা রয়েছে ১৯৭১ সালের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর কথা। ঠিক ৫০ বছর পর সেই একই ভেন্যুতে আবার উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। এবার সহায়তার জন্য নয়; সেদিনের যে ‘নবজাতক’ দেশটিকে সহযোগিতার আহ্বান এসেছিল, এবার তার ৫০ বছর উদযাপন উপলক্ষে।

শুক্রবার (৬ মে) এই কনসার্টে গান পরিবেশন করে জার্মানির বিখ্যাত ব্যান্ড ‘স্করপিয়নস’। ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটও।

ম্যাডিসন স্কয়ার যেন এক টুকরো বাংলাদেশ

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয়। এতে মঞ্চে উঠে কণ্ঠ মেলান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নুরুল ইসলাম, নাহিদ খান ও অপরাজিতা হক। এসময় তাদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান অসংখ্য বাংলাদেশি প্রবাসীসহ আগত দর্শনার্থীরা।

বাংলাদেশের সরকারি বা বেসরকারি উদ্যোগে এই প্রথমবারের মতো ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলো। এর উদ্যোক্তা আইসিটি মন্ত্রণালয়। কনসার্টের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে ‘লেট দি মিউজিক সে’।

ম্যাডিসন স্কয়ার যেন এক টুকরো বাংলাদেশ

আয়োজনের বিষয়ে গত বুধবার (৪ মে) নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, এই কনসার্ট করার জন্য আমরা যখন প্রথম প্রস্তাবটি দেই তখন একটি ছোট কমিটি গঠন করা হয়।

এই কনসার্টের নামটি নিয়ে বিভিন্ন প্রস্তাব এসেছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমে আমরা ডিজিটাল বাংলাদেশ কনসার্ট করতে চেয়েছিলাম। ওই সময়ে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের সব অর্জন বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিজেই নামকরণ করেন গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট।’

ম্যাডিসন স্কয়ার যেন এক টুকরো বাংলাদেশ

তিনি বলেন, আমরা এই অনুষ্ঠানটি ডিসেম্বরে করতে চেয়েছিলাম। কিন্তু ওই সময়ে নিউ ইয়র্কে করোনা পরিস্থিতি খুব অবনতি হয়। পরে আমরা ১৯ মার্চে করতে চাই, কারণ ২৬ মার্চ ছিল সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান। কিন্তু তখনও করোনাসহ বিভিন্ন জটিলতার কারণে ৬ মে এটি পুনর্নির্ধারিত হয়। 

/ইউএস/
সম্পর্কিত
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
নিউ ইয়র্ক সিটি নির্বাচনে বাংলাদেশির জয়
নিউ জার্সিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প, নিউ ইয়র্কে কম্পন
সর্বশেষ খবর
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!