আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (১২ মে) ঢাকা সেনানিবাসের আইএসপিআর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ডিজাবের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সংগঠনের অন্যান্য সদস্যসহ আইএসপিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।