রাজধানীর দক্ষিণ বাড্ডায় পারিবারিক কলহের জেরে ফারজানা বেগম (১৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত ফারজানার স্বামী শাকিল জানান, পরিবারিক কলহের জেরে রেগে গিয়ে দুপুরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।
মৃতা ফারজানা কুমিল্লার মুরাদনগরের রাজমিস্ত্রি জামাল মিয়ার মেয়ে।
স্বামী শাকিলের বাড়ি শরীয়তপুর সদরে। তিনি একটি দোকানের কর্মচারী। ফারজানা বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। বর্তমানে দক্ষিণ বারগা তিতাস রোডে স্বামী-স্ত্রী ভাড়া বাসায় থাকতেন।