X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুই বছরে ডিএসসিসির ভিত শক্ত হয়েছে, পেয়েছে নতুন মাত্রা: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৬:০২আপডেট : ১৬ মে ২০২২, ১৬:১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় উন্নত রাজধানী গড়ে তোলার লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মেয়র হিসেবে পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি মনে করি, আমার পাঁচ বছর মেয়াদের মধ্যে প্রথম বছরে উন্নত ঢাকার সোপান পানে একটি মজবুত ভিত্তি রচনা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় বছরে সেই ভিত যেমন শক্তিশালী হয়েছে তেমনি পেয়েছে নতুন মাত্রাও।’ 

সোমবার (১৬ মে) দায়িত্বভার গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

যে কোনও শহর পরিকল্পনা ‘অত্যন্ত দুরূহ এক মহাযজ্ঞ’ উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তবে ঢাকা শহরের পরিকল্পনা আরও দুরূহ কাজ বলে মনে করেন তিনি। মেয়র বলেছেন, ‘ঢাকা শহরের মতো পরিকল্পনাহীন শহরে সেই ব্যবস্থাপনা আরও বেশি দুরূহ।’ ঢাকা শহরকে একটি সচল, আধুনিক ও মর্যাদাপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতাও কামনা করেন তিনি।

দুই বছরে ডিএসসিসির ভিত শক্ত হয়েছে, পেয়েছে নতুন মাত্রা: মেয়র তাপস

সংবাদ সম্মেলনে মেয়র গেল দুই বছরে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এরমধ্যে মশক নিধনের কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি দায়িত্বভার গ্রহণের পর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ও ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনেছি। শুরু করা হয়েছে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। নতুন এই কার্যক্রমের আওতায় পর্যাপ্ত লোকবল নিয়োগ, মানসম্পন্ন কীটনাশক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় ও মাঠ পর্যায়ে সরবরাহ করা হচ্ছে।’

এসময় মেয়র বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, দখলমুক্তকরণ, রাজস্ব আদায় ও বিভিন্ন অবকাঠামো বিষয়ে ডিএসসিসির বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। সেই সঙ্গে আগামী দিনের উল্লেখযোগ্য আরও কিছু কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।

নিজেদের পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অতীতের ন্যায় আগামী দিনেও গণমাধ্যমের আন্তরিক, বস্তুনিষ্ঠ ও দূরদর্শী সহযোগিতা অব্যাহত থাকবে এবং ঢাকা শহরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি আধুনিক, সচল ও উন্নত ঢাকা গড়ে তুলতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।’

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
বর্জ্য ব্যবস্থাপনা ধাপে ধাপে উন্নত হচ্ছে: মেয়র তাপস
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র তাপসের শ্রদ্ধা
ভবনের পর ভবন জ্বলছে, কোথায় আটকে আছে অভিযান
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!