X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পর্যবেক্ষণে রয়েছেন হাতের কবজি জোড়া লাগানো কনস্টেবল জনি

রিয়াদ তালুকদার
১৭ মে ২০২২, ১৯:১৬আপডেট : ১৭ মে ২০২২, ২০:৩৬

চট্টগ্রামে আসামির দা’র আঘাতে কবজি বিচ্ছিন্ন হয়ে যাওয়া কনস্টেবল জনি খানের হাতের অপারেশন সম্পন্ন হয়েছে। জোড়া লাগানো হয়েছে তার হাত। রবিবার (১৫ মে) ১০ ঘণ্টার বেশি সময় ধরে চলা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়েছে। আরও কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন আল মানার হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ। মঙ্গলবার (১৭ মে) বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ডা. শহীদুল্লাহ বলেন, ‘আমরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হতে সময় লাগবে। এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দর্শনার্থীদের তার কাছে যেতে নিষেধ করা হয়েছে।’

হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘আমরা পুলিশ কনস্টেবলের চিকিৎসায় কোনও কার্পণ্য করছি না। কে টাকা দেবে, কীভাবে দেবে— এসব বিষয় ভাবছি না। তিনি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।’

দায়িত্বরত চিকিৎসকরা বলেন, কবজি জোড়া লাগানোর এই অপারেশনটি অনেক সময় সাপেক্ষ। কারণ, বিচ্ছিন্ন হয়ে পড়া প্রতিটি অংশ একসঙ্গে করে এটি পুনরায় জোড়া লাগাতে হয়েছে। তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত। শিরা-উপশিরায় রক্ত চলাচল করছে। তার হাত সচল হতে শুরু করেছে।

মঙ্গলবার (১৭ মে) রাজধানীর সাত মসজিদ রোডের আল-মানার হাসপাতালে গিয়ে দেখা যায়, ভবনের ৭ তলায় পোস্ট অপারেটিভ রুমে পর্যবেক্ষণে রাখা হয়েছে জনি খানকে। তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক।

কনস্টেবল জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রশিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। অপরাধীদের কোনও ছাড় দেওয়া হবে না। কনস্টেবল জনির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পুলিশ চিকিৎসার সব ব্যয় বহন করছে।’

জনির চিকিৎসায় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে জানিয়ে পুলিশ সদর দফতরের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) বিভাগের এআইজি কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কনস্টেবল জনি খান। তার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে। পুলিশের কল্যাণ ফান্ড ছাড়াও যেসব বিভাগ থেকে সহায়তা করা সম্ভব, সেসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা এবং যোগাযোগ করা হচ্ছে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে।

উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়া থানার কনস্টেবল জনি খান গত রবিবার (১৫ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল গ্রামে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে যান। এ সময় আসামি তার বাম হাতে দা দিয়ে কোপ দিয়ে পালায়। দায়ের কোপে জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওইদিন বিকালে হেলিকপ্টারে জনি খানকে ঢাকায় পাঠানো হয়।

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!