X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোন চুরির অভিযোগে ৮ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৫:৩৪আপডেট : ১৮ মে ২০২২, ১৫:৩৪

মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (১৭ মে) তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন মনির হোসেন (২৮), মো. মোতাহার হোসেন (৫৫), মো. সুরুজ হোসেন (২২), মো. শাহজালাল (২৩), মো. মেহেদী হাসান (২০), কুমার সানি (২৫),  মো. হৃদয় (২৫) ও শামীম ওসমান (১৯)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৫৮টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ এবং নগদ ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৮ মে) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মোবাইল ফোন চুরিসহ সংঘবদ্ধ চোর চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

হাফিজ আক্তার জানান, ২৯ এপ্রিল মামলার বাদী উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের অজুখানা থেকে তার মোবাইল ফোন চুরি হয়ে যায়। বাদী ১৬ মে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। ডিএমপি’র গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম ওই ঘটনায় ছায়া তদন্ত শুরু করে।

টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন, সিসি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ফোর্সের সহায়তায় উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে ১৭ মে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করা হয়।

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ